
The Truth Of Bengal : শনিবার রাতে সরযূ নদীর তীর বরাবর জ্বলে ওঠে ২২ লাখ প্রদীপ। একসঙ্গে এত প্রদীপ আর কোথাও জ্বলেনি। দেশ জুড়ে পালিত হল আলোর উৎসব দীপাবলি। দীপের আলোয় সেজে ওঠে বারাণসী। পরদিন বারাণসীতে কাশীর অসি ঘাটে আয়োজন করা হয়ে মহাপ্রদীপ উৎসব। আয়োজন ছিল গঙ্গারতিরও। আলোর উৎসব দীপাবিলিতে মেতে ওঠে দেশের মানুষ। দীপোৎসবে বিশ্বরেকর্ড গড়ে অযোধ্যা। শনিবার রাতে সরযূ নদীর তীর বরাবর জ্বলে ওঠে ২২ লাখ প্রদীপ। একসঙ্গে এত প্রদীপ আর কোথাও জ্বলেনি। দেশ জুড়ে পালিত হল আলোর উৎসব দীপাবলি। দীপের আলোয় সেজে ওঠে বারাণসী।
পরদিন বারাণসীতে কাশীর অসি ঘাটে আয়োজন করা হয়ে মহাপ্রদীপ উৎসব। আয়োজন ছিল গঙ্গারতিরও। রবিবার দীপাবলি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বারাণসীর অসি ঘাটে। ৯ ফুটের রঙ্গোলি তৈরি করা হয়। শঙ্খাকৃতি রঙ্গোলির মধ্যে ফুটিয়ে তোলা হয় রামকে। রঙ্গোলি দেখতে ভিড় করে বহু মানুষ। এই আয়োজনের নেপথ্য কারণ সম্পর্কে জানা যায়, এই দিনে রাম বনবাস থেকে অযোধ্যায় ফিরে এসেছিলেন। তাই এই দিন কাশীতে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। এই দিনে মাটির প্রদীপ জ্বালিয়ে তা গঙ্গায় ভাসিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানান ভক্তরা। ভক্তদের বিশ্বাস, এই দিনই নাকি গঙ্গায় পুণ্যস্নান করবেন বলে স্বর্গলোক থেকে মর্ত্যে নেমে আসেন দেবতারা।
প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় দেব দীপাবলিতে বারাণসীর গঙ্গার ঘাটগুলি আলোক মালায় সেজে ওঠে। বারণসীতে অলিতে গলিতে দেবতাদের মূর্তি হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাও বের হয়। প্রদীপের আলোর শিক্ষা আর পুরোহিতের মন্ত্রোচ্চারণ— সব মিলিয়ে এক মায়াময় পরিবেশ তৈরি হয় বারাণসীতে। যা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ হাজির হন প্রাচীন এই জনপদে। প্রদীপের আলোয় এক আধ্যাত্মিক পরিবেশে নিজের মনকে অন্য জগতে নিয়ে যাওয়ার সুযোগ পাওয়া। বছরের এই দিনটির জন্য অপেক্ষায় থাকে মানুষ। মোহময়ী পরিবেশে বারাণসীতে এই যে অধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায় তা কোথাও মেলে না। প্রদীপে সাজল বারাণসীর ঘাট মোহময়ী আধ্যাত্মিক পরিবেশ অসি ঘাটে।
FREE ACCESS