দেশ
Trending

বন্যার ধাক্কায় বিপর্যস্ত অসম! দুর্গতদের সংখ্যা ছাড়িয়েছে ৫ লক্ষে

Assam Flood Disaster

Story Highlights
  • অসম বন্যা

The Truth of Bengal: প্রবল গরমে যখন উত্তরভারতের একাংশ তপ্ত তখন বন্যায় ভাসছে অসম সহ উত্তরপূর্বাঞ্চলের একাধিক রাজ্য। এপর্যন্ত ২২টি জেলার প্রায় প্রায় ৫ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। বিপর্যয় মোকাবিলা টিম উদ্ধারকাজে হাত লাগিয়েছে। অসম সরকার আরও ত্রাণ ও উদ্ধারকার্যে সক্রিয় হোক,দাবি তুলছে শুরু করছে দুর্গতরা। বন্যার ধাক্কায় বিপর্যস্ত অসম। লাগাতার বৃষ্টির জেরে বেড়েই চলেছে নদীর জল। অবিশ্রান্ত বৃষ্টির জেরে ফুঁসছে  ব্রহ্মপুত্র নদ। ব্রক্ষপুত্রের একাধিক শাখানদী দুকূল ছাপিয়ে বইছে। ভাসিয়ে নিয়ে গিয়েছে বিঘের পর বিঘে জমির ফসল, বসতবাড়ি।

অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের ১০ জেলায় ১ লক্ষ ১৯ হাজার ৮০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।তবে বেসরকারি মতে,২২টি জেলায় প্রায় ৫ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে বাকসা, বরাপেটা, দারাং, ধেমাজি, ধুবড়ি, কোকরাঝার, লখিমপুর, শোনিতপুর, উদালগিরি এবং নলবাড়ি। অবস্থা সবচেয়ে খারাপ নলবাড়িতে। সেই জেলার ১০৮টি গ্রাম পুরোপুরি জলের তলায়। ৪৫ হাজার মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। তাঁদের মধ্যে কিছু মানুষকে ত্রাণশিবিরে রাখা হয়েছে। বেশির ভাগ মানুষই সর্বস্ব হারিয়ে রাস্তার উঁচু অংশে আশ্রয় নিয়েছেন। নলবাড়ি জেলার চিন্তা বাড়িয়েছে ভুটান থেকে বয়ে আসা নদী পাগলাদিয়া।

অসমের নানা জেলায় বন্যার ভ্রকূটি বিজেপি সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়াচ্ছে মানুষের মধ্যে। যাঁরা সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে রয়েছেন,তাঁদের আশ্রয় স্থল নির্মাণের দাবি আরও জোরদার হচ্ছে। আবহাওয়া দফতর মনে করছে,অসমে বৃষ্টিজনিত পরিস্থিতির আপাতত কোনও উন্নতির সম্ভাবনা নেই। আর ধারাবাহিক বৃষ্টির ফলে নদীগুলো দুকূল ছাপিয়ে জনজীবনকে যে ব্যতিব্যস্ত করে তুলতে চলেছে তার আভাসও স্পষ্ট। তাই বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ,এসডিআরএফ সহ বিপর্যয় মোকাবিলা টিম দাঁতে দাঁত চেপে লড়াই করছে।

Related Articles