বিনোদন

দাদু হতে চলেছেন নাগার্জুন? পুত্রবধূর মা হওয়ার গুঞ্জনের মাঝে মুখ খুললেন অভিনেতা

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনকে তাঁর ‘দাদু’ হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তাঁর দেওয়া উত্তর এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

Truth Of Bengal: ২০২৪ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার নতুন জল্পনা শুরু হয়েছে বিনোদন দুনিয়ায়। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি এই তারকা দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনকে তাঁর ‘দাদু’ হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তাঁর দেওয়া উত্তর এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাগার্জুনকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, তিনি কি বাবা থেকে দাদু হওয়ার ‘প্রোমোশন’ পেতে চলেছেন? প্রশ্নটি শুনে প্রথমে কিছুটা থমকে যান অভিনেতা, তারপর কিছুটা সংকুচিতভাবে হেসে ফেলেন। বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে হাসি মুখে উত্তর দেন, “সঠিক সময় এলেই আমি আপনাদের জানাবো।” অভিনেতা সরাসরি কোনো নিশ্চয়তা না দিলেও, তাঁর এই ইতিবাচক ভঙ্গি দেখে অনেকেই ধারণা করছেন যে পরিবারে নতুন সদস্য আসার খবরটি সম্ভবত সত্যি। সমাজমাধ্যমে ইতিমধ্য়েই পরিবারটিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অনুরাগীরা।

২০২২ সালে হায়দ্রাবাদে চৈতন্যের বাড়িতে শোভিতাকে দেখার পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর লন্ডনে ছুটি কাটাতে গিয়েও তাঁরা ক্যামেরাবন্দি হন। দীর্ঘ সময় নিজেদের সম্পর্ক নিয়ে মৌনতা বজায় রাখার পর, ২০২৪ সালের আগস্ট মাসে তাঁরা বাগদান সম্পন্ন করেন। অবশেষে গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

উল্লেখ্য, বিয়ের পর থেকেই শোভিতার মা হওয়ার খবরটি নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছিল। নাগার্জুনের সাম্প্রতিক মন্তব্যের পর সেই আলোচনা এখন নতুন মাত্রা পেয়েছে।