বিনোদন

ধর্মা প্রোডাকশনের সঙ্গে বড় চুক্তি, বলিউডে অভিষেক ভুবন বামের

সূত্রের খবর, এবার পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে চলেছেন ভুবন।

Truth Of Bengal: দেশজুড়ে তাঁর অগুণিত ভক্ত, কনটেন্ট ক্রিয়েশনের তিনি রাজা, তিনি জনপ্রিয় ইউটিবার ভূবন বাম। কমেডি ঘরানোর ভিডিও বানিয়ে তিনি আজ সকলের পছন্দের। তবে নিজেকে শুধু কনটেন্ট ক্রিয়েশনেই সীমাবদ্ধ রাখেননি ভুবন বাম, হাত পাকিয়েছেন অভিনয়েও। এবার জীবনের সবথেকে বড় সাফল্য অর্জন করলেন ভূবন। স্বপ্ন পূরণ হল তাঁর। এবার ধর্মা প্রোডাকশনে কাজ করতে চলেছেন ভূবন বাম।

সূত্রের খবর, এবার পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে চলেছেন ভুবন। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ধর্মা প্রোডাকশনের সঙ্গে সেই চুক্তিপত্র ভাগ করে নিয়েছেন ভুবন নিজেই। ভূবন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ধর্মা প্রোডাকশনের সঙ্গে সেই চুক্তিপত্রের ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে লেখেন, ‘স্বপ্ন দেখো বন্ধুরা, স্বপ্নপূরণ হয় ঠিকই’।

জানা গিয়েছে, রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে দেখা যেতে চলেছে ভূবন বামকে। ছবির নাম ‘কুকু কি কুণ্ডলি’। ছবির পরিচালনায় শরণ শর্মা। ভুবনের বলিউড ডেবিউ প্রসঙ্গে করণ জোহর এক সাক্ষাৎকারে বলেন, “ভুবন একজন জনপ্রিয় ইউটিউবার। এখন ও আমাদের সঙ্গে কাজ করছে আমাদের ছবিতে।” ভূবন বাম এই সুখবর ভাগ করে নেওয়ার পর থেকেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। ভুবনের সাফল্যে খুশি তাঁর অগুণিত ভক্ত।