বিনোদন

জলের দরে ফ্ল্যাট কেনা নিয়ে মুখ খুললেন আদা শর্মা, জানালেন ভাড়া নিয়েছেন

Adah Sharma opened up about buying a flat at water rate, said that he has rented it

Truth of Bengal : বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট ভাড়া নেওয়া থেকেই  চর্চার কেন্দ্রে আদা শর্মা। অনেকেই দাবি করছে, অভিনেতার মৃত্যুর পর এই ফ্ল্যাটটি জলের দরে কিনে নেন মালিক। আর সেটাই কিনে নেন আদা। সম্প্রতি এনিয়ে মুখ খুলেছেন কেরালা ফাইলসের অভিনেত্রী।  ২০২০ সালের জুন মাসে এই ফ্ল্যাট থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল সুশান্তের মরদেহ। তারপর থেকে  ফ্ল্যাটটি ফাঁকাই পড়েছিল। ২০২৩  সালের অক্টোবর মাস থেকে আদা তাঁর মা ও ঠাকুমাকে নিয়ে এখানে বসবাস শুরু করেছেন আদা।

সোমবার এক প্রেস কনফারেন্সে আদা জানিয়েছেন, তিনি মোটেও এই ফ্ল্যাটটি কেনেননি,ভাড়া নিয়েছেন। আদা এও বলেন, ‘আমি যে বাড়িটিতে থাকছি, তা আমার নয়। দ্য কেরালা স্টোরি থেকে পাওয়া ৩০০ কোটি টাকা আমার নয়, তাই আমি ভাড়ায় বসবাস করছি। এমনকী এই ভাড়াও আমি একা দিচ্ছি না; আমার ঠাকুমাও এটি দিতে আমাকে সাহায্য করছেন। আর আমার মা যিনি কোনও চাকরি করেন না, ঘরের কাজ করে আমাদের সাহায্য করছেন।

সুশান্ত রাজপুতও ভাড়ায় থাকতেন এই ফ্ল্যাটটিতে। বাড়িটি আসলে মিস্টার লালওয়ানির, যিনি বর্তমানে সাউথ আফ্রিকাতে থাকেন।’ আদা আরও বলেন, ‘আমি আমার সারাটা জীবন পালি হিলের বাড়িতেই কাটিয়েছি। এটাই প্রথম যখন আমি অন্য কোথাও থাকলাম। আমার কাছে পজিটিভ ভাইবস খুব গুরুত্বপূর্ণ, আর আমি এই বাড়ি থেকে সেটি পাই। আমাদের মুম্বই ও কেরালার বাড়ি গাছে ঘেরা ছিল, আমরা কাঠবিড়ালি খাওয়াতাম। আমি ওরকমই ভিউ আছে এরকম বাড়ি চেয়েছিলাম, যেখানে আমি পাখিদের খাওয়াতে পারব।’ এর আগে আদাকে বলতে শোনা গিয়েছিল, ‘এই বাড়িটি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকেই আমাকে নিষেধ করেছিল। তবে তারপরেও আমি এটা  নিয়েছি।’

আদা ফ্লাটটিতে প্রবেশের আগে সেখানে  বেশ কিছু পরিবর্তন করেন। দোতলায় একটা মন্দির তৈরি করা থেকে শুরু করে গান এবং নাচের জন্য আলাদা ঘর তৈরি করেছিলেন। অভিনেত্রী তাঁর ব্যাক্তিগত জীবনে গাছপালা খুব ভালোবাসেন। আর তাই তাঁর পুরোনো বাড়ি থেকে অনেক গাছও নিয়ে এসেছেন। ইতিমধ্যেই বান্দ্রার ওই অ্যাপার্টমেন্টে একটা টেরেস গার্ডেনও তৈরি করে ফেলেছেন অভিনেত্রী।

 

Related Articles