মসনদের লড়াইরাজ্যের খবর

কোচবিহারের চান্দামারী অঞ্চলের বিজেপির বুথ সভাপতি আক্রান্ত

BJP booth president of Chandamari region of Cooch Behar is affected

Truth Of Bengal:ভোট শুরু হওয়ার আগে থেকেই কোচবিহারের বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত হামলার অভিযোগ সামনে এসেছে।কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত চান্দামারী অঞ্চলের রাজপুরে রাতে বিজেপির বুথ সভাপতি যখন নিজের বুথে যান সেই সময় তাকে রাস্তায় আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। এমতাবস্থায় তাকে প্রথমে বাড়িতে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা করা হয়।

বিজেপির অভিযোগ পরবর্তীতে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হলে সকালে আসতে বলে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই যুবকের পরিবার। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়ায়।

Related Articles