শিক্ষা

চন্দ্রযান ৩ এর সাফল্যে মহাকাশভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতা কলকাতায়

খড়গপুর আই আই টির প্রাক্তনীদের নিয়ে গঠিত এডুডাইম স্টেমপাওয়ার্ড এর উদ্যোগে এই প্রতিযোগিতা।

Truth Of Bengal: ২০২৩ সালের ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবসের দিনেই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর তৈরি চন্দ্রযান ৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণ করে (Space Quiz)।

সেই ঐতিহাসিক সাফল্যের উদযাপন ও স্কুল পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করতে দেশের অন্যতম বৃহৎ মহাকাশভিত্তিক আন্তঃবিদ্যালয় ক্যুইজ প্রতিযোগিতা “স্টেলার স্পেস ক্যুইজ ২০২৫”-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল রাজারহাটের আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে (Space Quiz)। খড়গপুর আই আই টির প্রাক্তনীদের নিয়ে গঠিত এডুডাইম স্টেমপাওয়ার্ড এর উদ্যোগে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষ বিদ্যালয়ের নির্বাচিত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

FB POST: https://www.facebook.com/share/v/1Cs1jcWeRL/

সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও রাজীব আগরওয়াল বলেন, “এটি ভারতের প্রথম বৃহৎ মহাকাশভিত্তিক ন্যাশনাল স্কুল ক্যুইজ। আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও উৎসাহী হোক। ১০ লক্ষাধিক শিক্ষার্থীকে এই ক্যুইজ ইতিমধ্যেই যুক্ত করেছে (Space Quiz)। এই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবকদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে তারা মনে করেন।

[আরও পড়ুন: Kidney Sale: দেনার দায়ে বিপর্যস্ত, এবার কিডনি বিক্রির আর্জি নিয়ে প্রশাসনের দ্বারস্থ দম্পতি]

Related Articles