রাজ্যের খবর

খনি বিস্ফোরণে স্বজনহারানোদের আর্থিক সহায়তা রাজ্য সরকারের

Financial assistance to those who lost their relatives in mine blasts by the state government

Truth Of Bengal : বীরভূমের খয়রাশোলের খনিতে  বিস্ফোরণে মৃতদের পরিবারকে সাহায্য করল রাজ্য সকার। প্রাথমিকভাবে ৬জনের পরিবারকে, ১০ লক্ষ টাকা  করে দেওয়া হয়েছে। জেলাশাসক বিধান রায় ও সভাধিপতি কাজল শেখ ও সাংসদ সামিরুল ইসলাম অসহায় পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেন পরবর্তী সময়ে আরও অর্থ সাহায্য করতে চায় প্রশাসন। রাজ্য সরকার  ঘোষণা করেছে, মোট ২০লক্ষ টাকা সাহায্য করা হবে স্বজনহারানো পরিবারগুলোকে।

সোমবার সকালে লোকপুর থানায় ভাদুলিয়ায় গঙ্গারামচক –র একটি খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণে মৃত্যু হয় কয়েকজনের।রাজ্য সরকার জানায়,বিস্ফোরণে ৬জনের মৃত্যু হয়েছে।ঘটনার খবর পেয়েই ভাদুলিয়ায় ছুটে যান জেলাশাসক –পুলিশ সুপার থেকে জনপ্রতিনিধিরা।এরপরই স্বজনহারানো মানুষগুলোর পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,মৃতদের পরিবারের সদস্যদের চাকরিও নগদ সাহায্য দেওয়া হবে।সেইমতো পরিবারপিছু ২০লক্ষ টাকা ও চাকরির ব্যবস্থা করতে চায় বাংলার সরকার।

কথামতো কোলিয়ারির ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে সাহায্য তুলে দিলেন জেলাশাসক বিধান রায়  ,সভাধিপতি কাজল শেখও সাংসদ সামিরুল ইসলাম।প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের ১০লক্ষ টাকা সাহায্য করা হয়েছে।প্রশাসনের কর্তারা মনে করছেন,যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন,তাঁদের সমবেদনা জানানোর ভাষা নেই।তবে মানবিকতার হাত বাড়িয়ে দিতে পেরে রাজ্য সরকার ঘুরে দাঁড়ানোর সাহায্য করছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দেহ আনা হয়। সেখানে ৬ জনের দেহ ময়না তদন্ত করা হয়। ঘটনা স্থল থেকে দুজনের দেহ না পাওয়া গেলেও তাদের দেহের বেশ কিছু অংশ জামাকাপড় নিয়ে আসা হয় ময়নতন্ত্রের জন্য।কারণ ঘটনায়   আহত আছেন আরও ৩ জন।আহতদের  চিকিৎসা  চলছে  সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে।

অপরদিকে মৃতদেহ গুলি ময়না তদন্তের পর গ্রামে নিয়ে যাওয়া হয় দেহ। সেখানে   যান রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তাঁরা আশ্বস্ত করেন, প্রিয়জন হারানো কর্মক্ষম সদস্যরা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে,তাই তাঁদের পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দিয়ে রোজগারের সংস্থান করে দেওয়া হচ্ছে।  লালমাটির জেলার অসহায় পরিবারগুলো অথৈ জলে না পড়েন,সেজন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে  প্রশাসন সবদিক থেকেই সহায়তা করতে চায় বলে ভরসা দিয়েছেন জেলাশাসক বিধান রায়।

Related Articles