দেশ

হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল

The YouTube channel of the Supreme Court was hacked

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার ঘটনায় ব্যাপক আলোড়ন উঠেছে। ওই চ্যানেলে আমেরিকান সংস্থা রিপল ল্যাবসের ক্রিপ্টোকারেন্সি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে বলে বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে।

গত শুক্রবার সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে বলে অনুমান করা হচ্ছে। হ্যাক হওয়া চ্যানেলে ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু দ্য এসইসি’স ২ বিলিয়ন ডলার ফাইন! এক্সআরপি প্রাইস প্রেডিকশন’ নামের ভিডিয়ো প্রচারিত হচ্ছে। এই চ্যানেলে সাধারণত গুরুত্বপূর্ণ মামলার শুনানির লাইভ স্ট্রিমিং হয়ে থাকে। সম্প্রতি আরজি কর মামলার শুনানি এখানে সম্প্রচারিত হয়েছিল।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হয়েছিল। শুনানি লাইভ সম্প্রচারিত হচ্ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বল শুনানির লাইভ সম্প্রচার বন্ধের আবেদন জানান। তবে শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করেনি। প্রধান বিচারপতি বলেন, শুনানির লাইভ সম্প্রচার বন্ধ করা যাবে না।

লাইভ সম্প্রচার বন্ধের বিষয়ে কপিল সিব্বলের যুক্তি ছিল, এই মামলায় জড়িত মহিলা আইনজীবীরা হুমকি পাচ্ছেন এবং এজলাসে তাঁরা হাসাহাসি করছেন বলে অভিযোগ উঠছে। তাই তিনি লাইভ সম্প্রচার বন্ধের আবেদন করেন। প্রধান বিচারপতি জানান, শুনানির লাইভ সম্প্রচার বন্ধ করা সম্ভব নয়, কারণ এটি একটি জনস্বার্থ মামলা এবং ‘ওপেন কোর্ট’ এ শুনানি হচ্ছে।

Related Articles