দেশ

বিহারে কিশোরীর মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়িতে তুলে ধর্ষণ, বিচার চাইছে পরিবার

Teen kidnapped at gunpoint and allegedly raped in a car in Bihar

Truth Of Bengal : এবার ঘটনাস্থল বিহারের সহরসায়। ছাগল চরানোর সময় এক কিশোরীকে গ্রামের রাস্তা থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রথমে অপহরণ ও পরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অঙ্কুশ এবং বিট্টু নামে দু’জনের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা। অভিযোগ পেয়ে তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে, শনিবারবিকেলে ছাগল চরিয়ে বাড়ি ফেরার সময়ে তিনজন যুবক ওই কিশোরীর পথ আটকায়। এরপরে কিশোরীর মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে জোর করে গাড়িতে তোলা হয়।

তারপর গাড়ির মধ্যেই কিশোরীটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ এ নিয়ে আরও তথ্য জানতে পেরেছে, গাড়ির মধ্যে ঠিক কী চলছে সেই বিষয়ে যাতে কোনও রকম সন্দেহ না হয় তার জন্য গাড়ির ভিতরে জোড়ে গান চালানো হয়েছিল। প্রায় দু’ঘণ্টা ধরে কিশোরীটির ওপরে নির্যাতন চলেছে বলে অভিযোগ উঠছে। তার পর কিশোরীকে আবার গাড়ি করে রাস্তার ধারে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।বাড়ি ফিরে কিশোরীর মুখ থেকে সমস্ত নৃশংসতার কথা শুনে তার বাড়ির লোক পুলিশের কাছে অভিযোগ জানায়।

কিশোরীটির বাড়ির লোক অভিযোগ করেছে যে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তাঁদের টাকাও দিতে চেয়েছিলেন অভিযুক্তেরা। যদিও তা প্রত্যাখ্যান করেছে কিশোরীর পরিবার।জানা যাচ্ছে পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের ধরতে পারেনি। ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related Articles