পাচারের আগেই গাঁজা উদ্ধার, জিআরপির জালে আটক ১
Ganja recovered before trafficking, 1 arrested in GRP net

Truth Of Bengal : ঝাড়গ্রাম : পাচার হওয়ার আগেই ঝাড়গ্রাম স্টেশনে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি। পাচার হওয়ার আগেই শুক্রবার ঝাড়গ্রাম স্টেশন থেকে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬ কেজি ২৫৫ গ্রাম গাঁজা। হাওড়া গামী সম্বলেশ্বরী ১৮০০৬ ট্রেনে তল্লাশি চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে ঝাড়গ্রাম জিআরপি। ধৃত যুবকের নাম মহম্মদ ভাকিল আহমেদ (৩০), উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলার বাসিন্দা।
ধৃত যুবককে ঝাড়গ্রাম জিআরপি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঝাড়গ্রাম জি আর পি। ওই ব্যক্তি কোথা থেকে গাঁজা নিয়ে আসছিল এবং কোথায় পাচার করার জন্য নিয়ে যাচ্ছিলো তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে জি আর পি। গোপন সূত্রে খবর পেয়ে ওই ট্রেনে তল্লাশি চালিয়ে জিআরপি গাঁজা সমেত ওই ব্যক্তি ধরে ফেলে। এর পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে জিআরপি তাকে গ্রেফতার করে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ঝাড়গ্রাম স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধৃতকে শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।