রাজ্যের খবর

 মাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

Drunken son accused of murdering his mother

The Truth Of Bengal: মাকে কুপিয়ে খুনের অভিযোগ মদ্যপ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের চন্দ্রপুর থানা এলাকার পাতাডাঙ্গা গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

নিহতের পরিবার ও পড়শি সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে লালমোহনের বিয়ে দেওয়া হয়। অভিযোগ তার অত্যাচারে জর্জরিত হয়ে বাপের বাড়ি ফিরে যান স্ত্রী। এ দিকে লালমোহন কোনও কাজ করত না। আশাদেবী বার্ধক্যভাতা পেতেন। সেই টাকাতেই সংসার ও ছেলের মদ খাওয়ার খরচ যোগাতে হতো তাঁকে। এ দিকে প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মাকে পেটানো অভ্যাস হয়ে গিয়েছিল লালমোহনের।

সূত্রের খবর, মায়ের নাম বাসন্তি কুণ্ডু , বয়স ৫৭ , ঘটনাটি ঘটেছে  রাতে , জানা গিয়েছে পারিবারিক গন্ডোগোলের জেরে মদ্যপ ছেলের সাথে মায়ের বিবাদ শুরু হয়। তখনই ছেলে ধারালো অস্ত্র দিয়ে মায়ের মাথায় আঘাত করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের । তাকে রাতেই সিউড়ী হাসপাতালে নিয়ে আসা হয়। চন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।

Related Articles