রাজ্যের খবর

ঝাড়গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে আতঙ্ক

Panic around posters named Maoists in Jhargram

The Truth Of Bengal: মাওবাদী পোস্টার ঝাড়গ্রামে, আতঙ্ক। ফের মাওবাদী দের নাম করে পোষ্টার ঝাড়গ্রামের বেলপাহাড়ি তে। ভুয়ো এই পোষ্টার এর পেছনে বেআইনি এক কারখানার মালিকের হাত আছে বলে সন্দেহ গোয়ান্দাদের। ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকা বরাবরই খনিজ সমৃদ্ধ।

এখানকার জঙ্গল পাহাড় এর উপর বরাবরই নজর এই সব জমি মাফিয়াদের।সম্প্রতি এই রকম এক বেআইনি কারখানর মালিক গোষ্ঠী বেলপাহাড়িতে জমি অধিগ্রহণ করতে গেলে বাধাপ্রাপ্ত হয়। তাদের নামে গন অভিযোগ জমা দেয় গ্রামবাসীরা। বন্ধ হয়ে যায় ঐ সংস্থার জমি অধিগ্রহন করে খনিজ লুঠ করার পরিকল্পনা। এর পরেই পূর্বের মাওবাদী আন্দোলনের সময় মাওবাদী দের নাম করে। ঝাড়গ্রাম গ্রামীন এলাকাতে যে ভাবে জমি লুঠ করা হয়েছে, এখানেও একি কার্য পদ্ধতি অবলম্বন করে জমি লুঠ করার চেষ্টা শুরু করে। যেহেতু মাওবাদী দের নামে একটা আতঙ্ক আছে মানুষের।

সেই আতঙ্ক কে কাজে লাগিয়ে এলাকার জমি দখল করা। প্রতিবাদ করলে মাওবাদী তকমা লাগিয়ে গরিব গ্রামবাসী দের গ্রেপ্তার। তবে এখন প্রশাসন অনেক বেশী সতর্ক। তার এই ভুয়ো পোষ্টার পরার সাথে সাথে বিশেষ ভাবে খোঁজ খবর শুরু করে। এবং এরপেছনে যে এলাকার জমি দখলের অসাধু চেষ্টা তা একরকম নিশ্চিত হয়। পুলিশের তরফে কোনো বিবৃতি না পেলেও এগুলো যে এলাকায় অশান্তি করতে ভুয়ো পোষ্টার তা স্বিকার করা হয়েছে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার ভূলাভেদা জিপির চড়কপাহাড়ী ও চিরুগোড়া গ্রামের রাস্তার ধারে এই পোষ্টার গুলো সকালে দেখা যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে।

Related Articles