দেশ

দাড়ি কেটে দেওয়ায় ছেলেকে চড় কষালেন বাবা! ভাইরাল ভিডিওয় পিতৃত্ব নিয়ে প্রশ্ন

Father slapped his son for cutting his beard

The Truth of Bengal: যাঁরা পৃথিবীতে আমাদের নিয়ে আসেন তাঁদের সম্মান জানানো আমাদের কর্তব্য।তাই বাবা-মাকে সম্মান জানাতে সারা বছরই আমরা কোনও না কোনও উপহার তুলে দিই। চমকপ্রদ উপহার দিয়ে বাবা-মায়েদের খুশি করার চেষ্টা করে।১৬জুন পালন করা হয় পিতৃ দিবস বা হ্যাপি ফাদার্স ডে। সেই ফাদার্স ডে-তে এক যুবক তাঁর বাবার দাড়ি কেটে দিয়েছিলেন।তাতেই তুলকালাম কাণ্ড ঘটে।পুরো ঘটনাটি ছেলেটি ক্যামেরান্দি করেন। ভিডিয়োয়  আসলে ছেলেটি বাবার সুন্দর মুখ তুলে ধরার চেষ্টা করেছিলেন।তাতে বাবা রেগে যান। কেন ছেলে এই ধরণের কাজ করছে তা বুঝে উঠতে পারেনি বাবা।তারপর কিছুটা সামলে নিয়ে সোজা ছেলেকে উচিত শিক্ষা দিতে চান।কষিয়ে চড় মারেন প্রাপ্ত বয়স্ক ছেলের গালে। ভিডিয়োয়  শুনতে পাওয়া যাচ্ছে,ক্ষুব্ধ বাবা বলছেন,কখনও তাঁর ছেলে কোনও কথা শোনে না।

বুঝিয়ে দেন যেমনটি বলবেন,তেমনটি করতে হবে।ছেলের গালে বাবার এই সপাটে চড় ভিডিয়োয় ছড়িয়ে পড়তেই নেটনাগরিকরা তা দেখার জন্য উঠেপড়ে লাগেন।ফলে ভাইরাল হয়ে যায় সেই রেগে লাল হয়ে যাওয়া বাবার কীর্তি। নেটদুনিয়ায় মেলে মিশ্র প্রতিক্রিয়া।কেউ কেউ বলেন, বাবার অনুমতি না নিয়ে এই ধরণের কাজ করলে তো তিনি রেগে যাবেনই।কেউ কেউ আবার বলেন,এটি মোটেই ঠিক নয়।কখনই কোনও বাবা-মা এই ধরণের আচরণ করতে পারেন না। সোশ্যাল মিডিয়ায় কিছু নেট নাগরিক লেখেন,আদর্শ বাবা কখনই এভাবে পিতৃত্বের পরিচয় দিতে পারেন না।

এরমধ্যে একজন মন্তব্য করে বসেছেন,আপনার ছেলে বলে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন না, যেকোনও বয়সের ছেলের সঙ্গে এই ধরণের উদ্ধত আচরণ একেবারেই কাম্য নয়। এমনকি রসিকতা করে বা কোনও হাল্কা মুডে থাকা মানুষও এই ধরণের কাজ করবেন তা ভাবা যায় না বলে অনেকের বলে বসেন। একজন ফেসবুকের ইউজার লিখেছেন,তিনি বাবার দাড়িবা গোঁফ তো দেখতে পাননি,তাহলে কেন তিনি ক্ষুব্ধ হলেন ? এই অবস্থায় একজন মন্তব্য করে বসেছেন,ঠিক সময়েই বাবা তাঁর ছেলেকে চড় কষিয়েছেন। বেটা মার খেলেন আর বাপু খেপে আগুন বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। দেখুন ভিডিয়োটি কিভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

প্রাপ্ত বয়স্ক ছেলের প্রতি বাবার এই কড়া প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে মিশ্র সাড়া ফেলেছে।তীব্র  সমালোচনা আর মন্তব্যের জেরে এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে যে রীতিমতো  বিতর্ক তৈরি করেছে তা বলাই যায়।ইতিমধ্যে ৩০লক্ষের ওপর ভিউ হয়ে গেছে এই ভিডিয়ো।কিন্তু বাবার এই প্রতিক্রিয়ার আসল কারণ কী তা এখনও স্পষ্ট নয়।রহস্যে মোড়া এই বাবা-ছেলের তুলকালাম কাণ্ড আপনিও একবার দেখে নিন।

Related Articles