রাজ্যের খবর
রাঁচি থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন, আতঙ্ক
Fire, Panic in Ranchi to Howrah Intercity Express

The Truth Of Bengal : ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন। রাঁচি থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুনে ছড়ায় আতঙ্ক। সকালে ট্রেনটি রাঁচি থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বি-২ কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেন্টি যখন ঝাড়খণ্ডের জনহা স্টেশনের কাছে আসে, তখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বড় কোনও বিপত্তি হয়নি।
রেল সূত্রে দাবি করা হয়েছে, ব্রেকে যান্ত্রিক গোলযোগের কারণেই ধোঁয়া বের হয়। এটা আগুন লাগার ঘটনা নয়। এই ঘটনার পর রেলের ইঞ্জিনিয়ররা ট্রেনটি পরীক্ষা করে দেখেন। আতঙ্ক ছড়ালেও ট্রেনের সব যাত্রী সুরক্ষিত বলে রেলের তরফে জানানো হয়েছে। সকালের দিকে এই ঘটনায় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।