রাজ্যের খবর

ঘর দখল ঘিরে উত্তপ্ত ঠাকুরবাড়ি, শান্তনু-সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

In the face of the vote, the late Veenapanidevi's house is heated around the occupation of Thakurbari

The Truth of Bengal: প্রয়াত বড়মা বীণাপাণিদেবী ঘর দখল ও মতুয়া ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ প্রসঙ্গে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ মমতাবালা ঠাকুর। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে x হ্যান্ডেলের একটি ভিডিয়-তে দেখা গিয়েছে, হাতুড়ি দিয়ে কোলাপসিবল গেট ভাঙার চেষ্টা করছেন শান্তনু ঠাকুর। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী। দরজাটি ভাঙতে তাঁকে অনেকেই সাহায্য করেন।

গাইঘাটা থানায় শান্তনু ঠাকুর-সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মমতাবালা। সাংবাদিক সম্মেলনে মমতাবালা বলেন, ‘বড়মা বেঁচে থাকা অবস্থায় কেন ওরা ঘরে দখল নিতে আসেননি। কেনই বা শান্তনু ঠাকুরদের জন্ম এই বাড়িতে হয়নি? কারণ আমার শ্বশুরমশাই প্রমথরঞ্জন ঠাকুর ওদের বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছিল।‘ মমতাবালার দাবি করেন, বিয়ের পর থেকেই তিনি বড়মার বাড়ির একটি ঘরে থাকতেন। আর একটি ঘরে থাকতেন প্রয়াত বড়মা বীণাপাণিদেবী।

এদিকে শান্তনুর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তাতে আমল দিতে নারাজ শান্তনু ঠাকুর। তাঁর বক্তব্য, ‘আমার ঠাকুমা-ঠাকুরদাদার ঘর। অনেকবার ঢুকতে চেয়েছি। ওরা দখল করে রেখেছিল। এবার হাতুড়ি দিয়ে ভেঙে হোক বা যেভাবেই হোক আমি ঢুকেছি। আমার ঠাকুরদার ঘর। আমি কেন এসেছি, তা নিয়ে কাউকে কোনও কৈফিয়ত দেবো না। এই বাড়িতে আমাদের অধিকার আছে সেই অধিকার আমরা বুঝে নিয়েছি।‘ ভোটের মুখে এই ঘটনায় এখন সরগরম ঠাকুরনগর।

শুধু তাই নয়, জুতো পরে ঠাকুরবাড়ির মন্দিরে ওঠার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মতুয়া ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে থাকা লোকজনের বিরুদ্ধে। শান্তনু ঠাকুরের সামনেই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক জুতো পরে মন্দিরে ঢুকে গেলেও তিনি কিছুই বলেননি বলে অভিযোগ।