গ্রুপ -ডি আন্দোলনকারী-পুলিশ সংঘাত, তুমুল তর্জায় বিজেপি-তৃণমূল
What is Trinamool's response to the Group-D protestor-police conflict controversy?

The Truth Of Bengal : রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সহ অন্যান্য সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন।তবুও গ্রুপ-ডি কর্মীদের নিয়ে নতুন করে আন্দোলন করার প্রবণতা দেখা যাচ্ছে। ডিএ আন্দোলনকারীদের সামনে রেখে যৌথমঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ শোরগোল ফেলার চেষ্টা করে। জোর করে মিছিল করে এগিয়ে যেতে গেলে পুলিশ বাধা দেয়। তাতেও তিনি ধ্বস্তাধ্বস্তি করেন বলে অভিযোগ।মিছিল থেকেই ভাস্করবাবুকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ।
এই ঘটনাকে ইস্যু করেছেন শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতার অভিযোগ ভাস্কর ঘোষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। অন্যান্য ইস্যুর মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।তৃণমূল নেতা তন্ময় ঘোষের প্রতিক্রিয়া, বিজেপি সহ আসলে ভোট বৈতরণী পার হওয়ার জন্য এই সহানুভূতি কাড়ার চেষ্টা করছে।
আসলে সেন্টিমেন্ট নিয়ে খেলা করে বাংলায় রাজনৈতিক আবহকে ভারী কে তুলতে চাইছে।যেকোনও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তৃণমূল কংগ্রেসের সহানুভূতি রয়েছে।কিন্তু যৌথ মঞ্চের নামে যদি বিরোধীদের রাজনৈতিক মদতপুষ্ট আন্দোলন হয় তবে তা একেবারেই বাঞ্চনীয় নয়।তাই এই ভিডিয়ো ঘিরে বিতর্ক যে পিছু ছাড়ছে না একপ্রকার নিশ্চিত সরকারি কর্মচারীদের একাংশও।
‘পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার একশো বারো’
This slogan from the 70s, mocking the Police for their brutalities and excesses is still very much relevant.
When roughly translated, it means that the Police shouldn’t forget they (used to at that time) receive only Rs 112 as salary,… pic.twitter.com/bcpRmfoDRu— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) April 5, 2024
FREE ACCESS