দেশ
Trending

বিজেপি প্রার্থী হচ্ছেন না পবন সিং, শুরুতেই হোঁচট বঙ্গ বিজেপির

Pawan Singh is not a BJP candidate

The vTruth Of Bengal : আসানসোলে বিজেপি প্রার্থী হচ্ছেন না পবন সিং। নিজের এক্স হ্যান্ডলে প্রার্থী না হওয়ার কথা জানিয়ে দিয়েছে এই ভোজপুরি গায়ক-নায়ক। শনিবার এই রাজ্যে যে ২০ প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি, সেই তালিকায় আসানসোলে প্রার্থী হিসবে নাম ছিল পবন সিংয়ের। মাত্র ১৭ ঘণ্টার মধ্যে প্রার্থী হচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। শুরুতেই মুখ পুড়ল বঙ্গ বিজেপির। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ট্যাগ করে প্রার্থী না হওয়ার কথা জানিয়েছেন পবন সিং। বিজেপির প্রার্থী ঘোষণা এবং প্রার্থীর সরে দাঁড়ানো নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। রাজ্যবাসীর ‘জনগর্জনে’র জন্যই সরে দাঁড়াতে বাধ্য হলেন পবন, এমনই প্রতিক্রিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

প্রার্থী না হওয়া প্রসঙ্গে রবিবার সকালে এক্স হ্যান্ডেলে পবন সিং লেখেন,

‘আমি বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ’

‘দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোলে প্রার্থী করেছিল’

‘কিন্তু কিছু কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না’

 

এমন কী ঘটল যে রাতারাতি মতবদল করলেন ভোজপুরী গায়ক? রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের শাসক দলের পাশাপাশি বিভিন মহল থেকে বলা শুরু হয় বাংলার মহিলাদের নিয়ে কুরুচিকর গান গেয়েছেন পবন সিং। এই বিষয়টি সামনে এনে শুরু হয় তুমুল সমালোচনা। যা হয়তো কানে গিয়েছে পবন সিংয়ের। তিনি হয়তো ভেবেছেন জনমত তাঁর দিকে না আসতে পারে। তাই তিনি আগেভাগেই সরে দাঁড়িয়েছেন। বিজেপির প্রার্থী ঘোষণা এবং প্রার্থীর সরে দাঁড়ানো নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হান্ডেলে লেখেন, রাজ্যবাসীর ‘জনগর্জনে’র জন্যই সরে দাঁড়াতে বাধ্য হলেন পবন। প্রার্থী নিয়ে শুরুতেই বিজেপিকে যে ভাবে হোঁচট খেতে হয়েছে, তাতে বেশ বেকায়দায় রাজ্য বিজেপি।

 

FREE ACCESS

 

Related Articles