সন্দেশখালি কান্ডের ২১ দিন পর ফেসবুকে খোঁজ মিলল শেখ শাহজানের!
21 days after the Sandeshkhali incident, Sheikh Shahjan was found on Facebook!

The Truth Of Bengal: সন্দেশখালি কাণ্ডের ২১ দিন পর ফেসবুকে দেখা মিলল শেখ শাহজাহানের। অন্তরালে থেকে তার ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানাচ্ছেন শাহজাহান।
একাধিক পোস্ট করা হয় তার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। শুধু তাই নয়, ফেসবুকের ডিপি অর্থাৎ প্রোফাইল পিকচার নদল হয়েছে । এবার প্রশ্ন উঠছে, তাহলে কি সচল রাখার জন্য তার ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ তার অনুগামীরা চালিয়ে যাচ্ছেন? না অন্য কেউ ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে?
অন্যদিকে, এই ঘটনার ২১ দিন পার হয়ে গেলেও এখনও খোঁজ পাওয়া জায়নি,তবে সম্প্রতি রাজ্য পুলিশ এখনও খোঁজ দিতে না পারলেও শেখ শাহজাহান কোথায় থাকতে পারেন তার সম্ভাব্য জায়গার হদিশ দেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। উনি অসুস্থ ছিলেন। তবে এখন কোথায় আছেন তা পুলিশ ঠিক খুঁজে বের করবে। অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না। তিনি হয়তো বাইরে কোথাও আছেন। কিন্তু পুলিশ চুপচাপ বসে নেই। এই চর্চার মাঝেই এবার সোশাল মিডিয়ায় এই শুভেচ্ছা বার্তা নিয়ে আবারও শুরু তরজা।
Free Access