স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর বিরুদ্ধে মুখার্জি পরিবারের চক্রান্ত! কী হবে এবার?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর গত পর্বে দেখা গেছে, কৌশিকী নাকি জালচক্রের গাড়িগুলো বের করার জন্যই নির্দেশ দিয়েছে। এই কথা শুনে রাজনাথ তার ছেলে উৎসবকে শাসন করেন। উৎসবের কথায় রাজনাথ রেগে যান এবং তার ছেলেকে শাট আপ বলতে বলেন।
এ ব্যাপারে জগদ্ধাত্রী বলেন, উৎসবকে সোজা করে দিতে হবে। যদি তিনি না পারেন, তাহলে জগদ্ধাত্রী নিজেই তা করবেন। বৈদিহি মুখার্জি চান না যে তার ছেলেকে অপমান করা হোক। তিনি মনে করেন, পুরোহিত মশাই সত্যি কথা বলছেন না। তিনি জগদ্ধাত্রীকে পুরোহিত মশাইয়ের কাছ থেকে সত্যি কথা বের করার জন্য বলেন।
বৈদিহি মুখার্জি স্বয়ম্ভুকে ছেলে হিসাবে মানতে রাজি হয়েছেন। কিন্তু তিনি বলেন, জগদ্ধাত্রী যদি পরিবারের সকলকে একসঙ্গে না রাখতে পারেন, তাহলে তিনি চলে যাবেন।অন্যদিকে, জগদ্ধাত্রীর বোন মেহেন্দি মনে মনে ভাবেন, তিনি চাইলে তার দিদিকে বিষ খাইয়ে মেরে দিতে পারতেন। কিন্তু তার স্বামী উৎসব যদি সেটা করেন, তাহলে তিনি তা চান না।
এই পর্বে দেখা গেছে যে, মুখার্জি পরিবার স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর বিরুদ্ধে গুরুতর চক্রান্ত করছে। তারা চায় স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীকে পরিবার থেকে বিতাড়িত করতে।এ ব্যাপারে দর্শকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই মনে করেন যে, মেহেন্দি তার দিদিকে বিষ খাইয়ে মেরে দেওয়ার চেষ্টা করতে পারে। অন্যদিকে, অনেকেই মনে করেন যে, রাজনাথ উৎসবকে দিয়ে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীকে অপমান করার চেষ্টা করবে।