লোকসভা নির্বাচনের আগে বামেদের ব্রিগেড সমাবেশ, ফের যুদ্ধক্ষেত্রে লাল ঝড়! মাঠ ভরবে তো?
DYFI Brigade rally ahead of Lok Sabha elections

The Truth Of Bengal : হাতেগোনা আর মাত্র কটা দিন, একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে লোকসভা নির্বাচন। যুদ্ধক্ষেত্রের শামিল হওয়ার জন্য ইতিমধ্যেই নিজেদের জোরদার প্রস্তুতি চালাচ্ছে যুযুধান দুই শিবির। এবার শাসক দল তৃণমূল আর বিজেপির সাথে নিজেদেরকে পাল্লা দেওয়ার জন্য প্রস্তুত করছে বামেরাও। আজ অর্থাৎ রবিবার রয়েছে ব্রিগেডে মহাসমাবেশ। সুতরাং বোঝাই যাচ্ছে ঠিক লোকসভা নির্বাচনের আগে জনসমর্থন টানতে প্রস্তুতি নিচ্ছে লাল শিবির। এই সমাবেশের মাত্র তিন দিন আগেই প্রকাশ করা হয়েছিল ‘ব্রিগেড চলো’ গানটি। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছিলেন, একেবারে নতুন বাংলা গড়ার লক্ষ্যেই তাদের লড়াই। দলের রাজ্য সম্পাদক মোঃ সেলিম এই সমাবেশকে বলেছেন, যৌবনের ডাকে জনতার ব্রিগেড।
রবিবারের এই ব্রিগেড সমাবেশে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসবে ৭টি মিছিল। শিয়ালদহ স্টেশন হাওড়া স্টেশন শ্যামবাজার হাজরা পার্ক সার্কাস সেন্ট্রাল মেট্রো স্টেশন সুবোধ মল্লিক স্কয়ার থেকে ব্রিগেডমুখী হবে মিছিল গুলি। দীর্ঘ ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএমের যুব সংগঠন। ইনসাফের দাবিতে ২২০০ কিলোমিটার পথ পার করেছেন সিপিএমের যুব সংগঠনের বিভিন্ন নেতা নেত্রী সহ কর্মী সমর্থকরা। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর হাইভোল্টেজ লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে দলের বিভিন্ন কর্মসূচিতে মানুষের সাড়া দেখে উচ্ছ্বাসিত সিপিএম। ইনসাফ ব্রিগেড ব্যানার টাঙ্গানোর মূল মঞ্চটি হবে দইকে ৩২ ফুট এবং প্রস্থে ২৪ ফুট।
দ্বিস্তরীয় মূল মঞ্চে থাকবে ৪ ফুট বাই ৪ ফুটের রস্টাম। সেখানেই নিজেদের বক্তব্য রাখবেন নেতা-নেত্রীরা। মূল মঞ্চের ডানদিকে ও বাঁদিকে দৈদিকে ৪০ ফুট ও চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ থাকছে। এই মঞ্চ দুটিতে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারের সদস্য এবং পার্টির অন্যান্য নেতৃত্বরা। সম্পূর্ণ ব্রিগেড জুড়ে রাস্তার আশেপাশে লাগানো হয়েছে ৬৫০টি মাইক। ব্রিগেড সমাবেশে বক্তাদের মধ্যে থাকছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী।
FREE ACCESS