রাজ্যের খবর

দাম্পত্য কলহে স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী! এলাকায় ছড়ালো চাঞ্চল্য

Wife cut her husband's private parts in a marital dispute!

The Truth Of Bengal : ঠাকুরপুকুর মহেশতলা দক্ষিণ চট্টা গায়েনের পোলের কাছে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় ছটপট করতে দেখে এক ব্যক্তিকে স্থানীয়রা। এরপর জানা যায় স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলাকালীন স্বামীর গোপন অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় তার স্ত্রী! ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ! পৌঁছে আহত স্বামীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি ওই ভাড়া বাড়িতে তালা মেরে স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। আহত স্বামীর নাম বাপি মোল্লা, বাড়ি মহিষগৌট এলাকায়। স্ত্রীর নাম নীলিমা ওরফে শম্পা কাঞ্জি, বজবজ থানার অন্তর্গত বেতে বাড়ি এলাকায়।

মহিলার প্রথম স্বামী অনুপ কাঞ্জি। ফেট কারখানায় কাজে আসে এই মহিলা বাপির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠায়, মহিলা তার প্রথম স্বামীকে ছেড়ে চট্টার ভাড়া বাড়িতে বাপির সঙ্গে থাকতো ওই মহিলা। আজ এই মর্মান্তিক ঘটনায় চঞ্চল্য ছাড়া এলাকায়। তবে কিভাবে ঘটলো এই ঘটনা, সেটা এখনো জানা যায়নি।

FREE ACCESS

Related Articles