রাজ্যের খবর

হিঙ্গলগঞ্জে নদী বাঁধে ফাটল! তৎপরতা শুরু মেরামতিতে

Hingalganj river dam burst

The Truth of Bengal: বেশ কয়েকদিন ধরে সারা রাজ্য জুড়ে চলছে বৃষ্টি। বর্ষায় মাটি নরম হয়ে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে। বিস্তীর্ণ এলাকা দিয়ে ঢুকছে নদীর নোনা জল। ক্ষতি হচ্ছে ধানখেত, মাছের পুকুর থেকে অনেক কিছুই। এবার সুন্দরবনে গৌড়েশ্বর নদীর বাঁধে দেখা দিল ৩০০ ফুট ফাটল। বড় বিপত্তির আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা। যে কোনও মুহূর্তে বাঁধে ধস নেমে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে।

স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন। বিষয়টি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তবে এলাকাবাসী জানাচ্ছে, সময় মতো যদি বাঁধগুলি মেরামত করা হতো তা হলে এমন অবস্থা হতো না। বর্ষায় নদীতে জলেস্তর বাড়লে ফাটল আরও চড়া হতে পারে। তাই অবিলম্বে ব্যবস্থা নেওয়া দাবি উঠেছে।

হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন জানিয়েছেন, এলাকার কয়েকটি নদীবাঁধে এরকম সমস্যা হচ্ছে, স্থানীয় পঞ্চায়েতকে নিয়ে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১০০ দিনের কাজের প্রকল্পে দীর্ঘদিন রাজ্যের বকেয়া প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ফলে নদী বাঁধ সংস্কার সহ একাধিক কাজ করা যাচ্ছে না। সেই টাকা এসে গেলে সব নদী বাঁধের এতদিন সংস্কার হয়ে যেত বলে দাবি করেছে শাসক দল। তবে আপাতত লক্ষ্য সুন্দরবনে গৌড়েশ্বর নদীর বাঁধের ফাটল মেরামত।

Free Access

Related Articles