দুর্বল বিরোধী শিবির! বিনাযুদ্ধে একাধিক আসনে জয় শাসক দলের
West Bengal Panchayat Election 2023

The Truth of Bengal: বিরোধীরা মুখে বলছে,বিনাযুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। একছটাক জমি না ছা়ড়ার হুঙ্কার দিলেও বিরোধী শিবির মাঠে-ময়দানে সেভাবে এখনও লড়তে নামতে পারছে না। জেলায় জেলায় প্রচারেও বিরোধী শিবিরকে চোখে পড়ছে না। এরমধ্যে পঞ্চায়েতের ১২ শতাংশ আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ৩ স্তরের মধ্যে ৭৩৮৮৭ টি আসনে কম-বেশি বিনাযুদ্ধে জিতেছে ডান-বাম দুই শিবিরই। স্ক্রটিনির পরেও কিছু প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে লড়াই থেকে সরে দাঁড়িয়েছে।
দুই পক্ষের লড়াইয়ের পারদ যখন চড়ার কথা,তখন কোথাও শীর্ষ নেতৃত্বের সাহায্য না পেয়ে বা সঙ্গীদের চোরাগোপ্তা বিদ্রোহের কথা মাথায় রেখে ভোটের আসর থেকে সরে দাঁড়াচ্ছেন অনেকেই। এবার ওড়িশা লাগোয়া রামনগরের বাধিয়া পঞ্চায়েতের ২টি আসন থেকে নাম প্রত্যাহার করল বিরোধীরা। ফলে ২৭ আসনের পঞ্চায়েতে বাকি ২৫ টি গ্রামসভার লড়াই হবে জোরদার। কোন জাদুবলে তৃণমূল জনচিত্ত জয় করার ব্যাপারে আশাবাদী তার আসল কথাও তুলে ধরছেন শাসকদলের নেতারা।
আরও কাজের কথা তুলে ধরে জনতার মন জয়ের চেষ্টায় শাসকদল। কী কী করা হয়েছে তার ফিরিস্তিও দিচ্ছে তারা।রামনগর থেকে মীরগোদা পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তা সংস্কার থেকে আলোয় উন্নয়ন ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও রাখছে শাসকদল।বিরোধীরা কি এভাবেই ব্যাকফুটে থাকবে ? তাঁরা কী মানুষের দরবারে পৌঁছাতে পারছে? বিনা লড়াইয়ে জয় নিয়ে বিরোধীরা শাসকশিবিরকে বিঁধলেও তৃণমূলের সাফ জবাব, সংগঠন না থাকলে বিরোধীদের প্রার্থী কে খুঁজে দেবে। তবে লড়াই যে আঠারোর থেকে জোরদার হচ্ছে তার ভরপুর আভাস এখন থেকেই মিলছে।