খেলা

ভারতের সামনে বড় রানের টার্গেট দিল অজিরা

৯৩ বলে ১১৯ রানের ইনিংস উপহার দেন তিনি

Truth Of Bengal:  চলতি বছরের মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলেন হরমনপ্রীত কৌউরের টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে ধরাশায়ী হতে হয়েছিল অজি ব্যাটার অ্যালিশার দুরন্ত ব্যাটিংয়ের সামনে। ১৪২ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। কিন্তু সেমিফাইনাল ম্যাচে অ্যালিশা ব্যর্থ হলেও তাঁর অভাব মিটিয়ে দিলেন লিচফিল্ড। ৯৩ বলে ১১৯ রানের ইনিংস উপহার দেন তিনি।

আরও পড়ুনঃ কার্বাইড বন্দুক: দিল্লির এইমসে ভর্তি অন্তত ১৯০

এদিন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। কিন্তু ক্রিজে জমে ওঠার আগেই অ্যালিশাকে ফিরিয়ে দেন ক্রান্তি। কিন্তু তারপর লিচফিল্ড আর প্যারি যেন আঠার মত আঁটকে থেকে দলকে টানতে লাগলেন। লিচফিল্ড ১১৯ রানের ইনিংস খেলেন ৯৩ বল খেলে। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও ৩টি ছয়ের সাহায্যে। ওপর দিকে প্যারি করেন ৭৭ রান। তারপর গার্ডনার এসে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান। গার্ডনারের ব্যাট থেকে আসে ৬৩ রান। ৪৫ বল খেলে চারটি চার ও চারটি ওভার বাউন্ডারি হাঁকান। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩৮ রান।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

জিততে গেলে ৩৩৯ রান করতে হবে। যা এক কথায় যথেষ্ট বড় রানের টার্গেট। এই রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা একেবারেই ভাল হল না। মাত্র ১০ রানের মাথায় গার্থের বলে লেগ বিফোর হয়ে প্যাভেলিয়নে ফেরেন শেফালি। তারপর স্মৃতির সঙ্গে জুটি বাধেন জেমিমা দলকে টেনে নিয়ে যেতে থাকেন।

Related Articles