Sky Stadium: ২০৩৪ ফুটবল বিশ্বকাপের জন্য ‘স্কাই স্টেডিয়াম’ তৈরির পরিকল্পনা সৌদির
মরুভূমির এই দেশে বিশ্ব ফুটবলের মহারণ অনুষ্ঠিত হবে আগামী ২০৩৪ সালে। সেই উপলক্ষ্যে এখন থেকেই নিজেদের অন্যান্য কাজের পাশাপাশি স্টেডিয়াম তৈরিতে বিশেষ নজর দিয়েছে আরবের দেশটি।
 
						Truth of Bengal: বিশ্বকাপ ফুটবল মানেই ক্রীড়াজগতের অন্যতম সেরা ইভেন্ট। যখন যে দেশেই আয়োজিত হয়, তখন সেই দেশের কর্তারা চান বিশ্বকাপকে সামনে রেখে এমন কিছু তৈরি করতে যা সত্যিই মানুষ মনে রাখবে আজীবন। সৌদি আরবও তার ব্যতিক্রম নয়। মরুভূমির এই দেশে বিশ্ব ফুটবলের মহারণ অনুষ্ঠিত হবে আগামী ২০৩৪ সালে। সেই উপলক্ষ্যে এখন থেকেই নিজেদের অন্যান্য কাজের পাশাপাশি স্টেডিয়াম তৈরিতে বিশেষ নজর দিয়েছে আরবের দেশটি।
সম্প্রতি একটা স্টেডিয়ামের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে ইতিমধ্যেই চক্ষু চড়কগাছ বিশ্ববাসীর। সৌদি কর্তারা ‘স্কাই স্টেডিয়াম’ তৈরির পরিকল্পনা করেছেন। স্টেডিয়ামটির অবস্থান হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০ মিটার ওপরে। এবং যার দর্শক সংখ্যা থাকবে ৪৬,০০০র মতো। এত উঁচুতে অবস্থিত হলেও স্টেডিয়ামটিতে সব রকমের ব্যবস্থা থাকবে। বিশেষ করে দর্শকরা যাতে আরাম করে খেলা দেখতে পারেন সে দিকে নাকি বিশেষ জোর দেওয়া হয়েছে।
সমাজ মাধ্যমে এই স্টেডিয়ামের ছবি ভাইরাল হতেই মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা তাঁর প্রতিক্রীয়া জানিয়ে লেখেন, ‘আকাশে এইরকম স্টেডিয়াম তৈরির পরিকল্পনা উচ্চাকাঙ্খার প্রকাশ মাত্র।’
জানা গিয়েছে এমন ‘স্কাই স্টেডিয়াম’ তৈরি সৌদির ‘দ্য লাইন’ প্রকল্পের অংশ। স্টেডিয়াম তৈরি করতে মোট খরচ হবে প্রায় ১ বিলিয়ন ডলার যা ভারতীয় মূদ্রায় ৮৮০০ কোটি টাকা। এদিকে এইরকম স্টেডিয়ামের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও, সৌদির পক্ষ থেকে জানানো হয়েছে, ভাসমান স্টেডিয়াম তৈরির পরিকল্পনা হলেও স্টেডিয়ামটির কয়েকটি নকশা জমা পড়লেও এখনও চূড়ান্ত হয়নি কোন আকারে তা গড়ে তোলা হবে।
 
				





