দেশ

Punjab: পাঞ্জাবে মর্মান্তিক ঘটনা, নেশার টানে সন্তানের বলি!

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ১৯ বছর বয়সী তরুণী একসময় রাজ্যস্তরের কুস্তিগির ছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয় এবং পরে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Truth of Bengal: সন্তান যদি বা হয়, কুমাতা কখনও নয়’ – এই প্রবাদকে মিথ্যা প্রমাণ করে দিল এক মর্মান্তিক ঘটনা। পাঞ্জাবের মানসা জেলায় নেশার টাকা জোগাড় করতে না পেরে এক মাদকাসক্ত মা তাঁর ৫ মাসের শিশু সন্তানকে ১ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, এই জঘন্য কাজে তাঁকে তাঁর মাদকাসক্ত স্বামীও সঙ্গ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ১৯ বছর বয়সী তরুণী একসময় রাজ্যস্তরের কুস্তিগির ছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয় এবং পরে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর স্বামী মাদকাসক্ত হওয়ায় তরুণীও কিছুদিনের মধ্যে মাদকের কবলে পড়েন। মাদকের নেশা তাঁদের পরিবারে চরম দারিদ্র ডেকে আনে (Punjab)।

অভিযোগ, চরম অনটন শুরু হলে এই দম্পতি রীতিমতো পরিকল্পনা করে নিজেদের ৫ মাসের শিশুকে ১.৮ লক্ষ টাকায় বিক্রি করে দেন। জানা যায়, ওই টাকার বিনিময়ে তাঁরা মাদকদ্রব্য কেনার পাশাপাশি, বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন এবং বন্ধক রাখা মোটরসাইকেলটিও ছাড়িয়ে আনেন। সন্তানকে বিক্রি করে সেই টাকায় দম্পতি মাদক কিনেছে, এই খবর জানার পরই শিশুটির কাকিমা সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে (Punjab)।

জেলা শিশু সুরক্ষা আধিকারিক (DCPO) হরজিন্দর কৌর জানান, “আমরা সূত্র মারফত জানতে পেরেছি অভিযুক্ত দম্পতি বুধলাদারে একটি পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করেছেন। দুই পরিবারের তরফে কোর্টের কাগজে স্বাক্ষর করা হয়েছে, যেখানে বলা হয়েছে শিশুটিকে দত্তক নেওয়া হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্ত করছি।” এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর মাদকাসক্ত দম্পতি এখন শিশুটিকে ফেরত পেতে আবেদন জানিয়েছে। কিন্তু ডিসিপিও হরজিন্দর কৌর এই বিষয়ে দৃঢ় মত পোষণ করে বলেন, “মাদকাসক্ত ওই দম্পতির কাছে সন্তানকে ফেরানো উচিত হবে না বলেই মনে করছি আমরা (Punjab)।”

এলাকার পঞ্চায়েত প্রধান এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা বহুবার ওই দম্পতিকে নেশা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু ওরা কারও কথা কানে তোলেনি।” এই ঘটনা স্থানীয় এলাকায় গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।

Related Articles