রাজ্যের খবর

ভয়াবহ দুর্ঘটনা, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

Two dead in two-vehicle crash

Truth Of Bengal: শিলিগুড়ির কাওয়াখালি এলাকায় তিন চাকা গাড়ি ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় মৃত্যু দুইজনের। মৃত দুজনের নাম সুজয় বিশ্বাস ও শুভদ্বীপ মন্ডল। দুজনেই শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের বাসিন্দা।

জানা গিয়েছে এদিন ওই দুই যুবক তিন চাকা গাড়িতে সবজি নিয়ে শিলিগুড়ি গিয়েছিলেন। এরপর যখন শিলিগুড়ি থেকে ফাঁসি দেওয়ার উদ্দেশ্যে ফিরছিলেন ঠিক তখনই কাওয়াখালি এলাকায় ওই তিন চাকা গাড়ি ও একটি কন্টেইনার মুখোমুখি সংঘর্ষ হয়। এবং গুরুতর আহত হয়।

এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা ওই দুই যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর পুলিশ পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অপরদিকে দুর্ঘটনারগ্রস্ত দুটি গাড়ি আটক করে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে দুই যুবকের মৃত্যুর খবর চাউর হতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

 

Related Articles