খেতে দেওয়াই হল কাল! হনুমানের আক্রমনে আহত খোদ এসআই
It's time to feed him tomorrow! The SI himself was injured in Hanuman's attack

Truth Of Bengal: বীরভূম, পার্থ দাস: বেশ কয়েকদিন ধরে হনুমানের আতঙ্কে রয়েছে সিউড়ির তিলপাড়ার কামালপুরের মানুষজন। সেই দোল উৎসব থেকে কারোর মাথায় কারোর ঘাড়ে বসে আক্রমন করা শুরু করেছে হনুমানটা। সেই হনুমানের আতঙ্কে গ্রামের মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না। এমত অবস্থায় এবার আক্রান্ত হল খোদ এসআই।
সোমবার কর্মরত অবস্থায় সিউড়ি থানার পুলিশরা তিলপাড়া এলসি কলেজের কাছে আসে। সে সময় আসে ওই হনুমান। প্রথমে পুলিশের গাড়ির উপর বসে তারপরেই তাদের মাথার উপর বসে। সেসময় সিউড়ি থানার এসআই যখন তাকে রুটি দিতে যায় তখন তাঁর গালে মুখে আচর ও কামড় দিতে শুরু হনুমানটি। তড়িঘড়ি সেখান থেকে এসআই-কে নিয়ে যাওয়া হয় সিউড়ি হাসপাতালে। হনুমানের তাণ্ডবে রীতিমত আতঙ্কিত রয়েছে এলাকার মানুষ।
এই হনুমানের তাণ্ডবে গ্রামের প্রায় চার-পাঁচ জন আক্রান্ত হয়েছে। কারোর পিঠে, কারোর পায়ে আবার কারোর গালে আক্রমন চালিয়েছে এই হনুমান। দেখার বিষয় কবে হনুমানের হাত থেকে রক্ষা পায় এলাকাবাসি।