
Truth Of Bengal: বাঘ ধরতে বন দফতরের কর্মীরা, সুযোগ বুঝে গ্রামে ঢুকে গেল দলছুট দাঁতাল একটি হাতি, হাতের হানায় গুরুতর আহত একজন। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের জয়পুর রেঞ্জের গোসাইপুর গ্রামে। আহত ব্যক্তির নাম নবীন বিশ্বাস।
জানা গিয়েছে, গতকাল বাঘ ধরার জন্য অধিকাংশ বনকর্মীরা গিয়েছিল বাঁকুড়ার গোঁসাইডিহিতে। সুযোগ বুঝে একটি দলছুট দাঁতাল হাতি জঙ্গল থেকে ঢুকে পড়ে লোকালয়ে। এই সময় গোসাইপুর গ্রামের পাশে খেলার মাঠে ছিল গ্রামের বেশ কিছু মানুষ। তাদের দেখে তেরে আসে ওই দাঁতাল।
সকলে চিৎকার-চেঁচামেচি করে ছুটতে থাকলেও দাঁতাল হাতিটি ধরে ফেলে নবীন বিশ্বাসকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে তাকে শুঁড় দিয়ে ছুঁড়ে দেয় তারপর পায়ে আঘাত করে ওই ব্যক্তিকে। এই ঘটনার সময় গ্রামের মানুষ পালিয়ে যান। তারপর গ্রাম ছেড়ে পুনরায় জঙ্গলে চলে যায় হাতিটি। এরপর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায়, সেখানেই তার চিকিৎসা চলছে।
জয়পুর রেঞ্জের রেঞ্জিং ইনচার্জ দুর্গা শংকর দাস বলেন, একটি বাঘ নিয়ে আমরা সবাই ব্যস্ত ছিলাম, আমাদের লোকজন খুবই কম ছিল তাই একটা হাতি লোকালয়ে চলে আসে। রাতের অন্ধকারে হাতির সামনে পড়ে ওই ব্যক্তি, তাই সে আহত হয়েছে। হাসপাতালের তরফে জানা গিয়েছে, তার অবস্থা আপাতত ভালো, বন দফতরের তরফে তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।