কলকাতার ফুটপাথে সাত মাসের শিশুকে ‘যৌন হেনস্থা’! তদন্তে পুলিশ
Seven-month-old baby 'sexually abused' on Kolkata sidewalk! Police investigating

Truth Of Bengal: কলকাতার ফুটপাথে যৌন হেনস্থার শিকার সাত মাসের শিশুকন্যা! শনিবার দুপুরে এমনই অভিযোগ উঠল শহরে। ঘটনার দিন বড়তলা থানা এলাকায় ফুটপাতে শুয়ে কাঁদছিল এক শিশুকন্যা। তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় মানুষরা। প্রাথমিক পরীক্ষা করে যৌন নির্যাতনের প্রমান পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই ভয়াবহ ঘটনার দিনই ফুটপাত-নিবাসী এক দম্পতি থানায় তাদের সাত মাসের শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে শিশুটিকে ওই অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। শিশুটিকে তাদের বসবাস স্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই উদ্ধার করা হয়। পুলিশের থেকে জানতে পেরে ঘটনাস্থলে এসে মেয়েকে শনাক্ত করেন বাবা-মা। এখনও চিকিৎসাধীন রয়েছে ওই শিশুটি।
ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারায় একাধিক মামলা দায়ের হয়েছে এই ঘটনায়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও অধরা।