জমি নিয়ে বিবাদে প্রকাশ্যে মহিলাকে বেদম মার কোচবিহারে
Woman publicly beaten to death over land dispute in Cooch Behar

The Truth of Bengal: কোথাও চোর সন্দেহ, আবার কোথাও ছেলেধরা আতঙ্ক— রাজ্যজুড়ে মারধরের ঘটনা ঘটছে। প্রতিটি ক্ষেত্রে পুলিশ-প্রশাসন কড়া পদক্ষেপ করছে। তাও বন্ধ হচ্ছে না এমন ঘটনা। এবার এক মহিলাকে প্রকাশ্যে মারধরের ঘটনা সামনে এল। কোচবিহারের মাথাভাঙায় হাজরাহাট গ্রামের এক মহিলাকে সবার সামনে মারতে দেখা গেল। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। জমি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে জানা যাচ্ছে।
দেখা যায়, আক্রান্ত মহিলার দিকে তেড়ে গিয়ে তাঁকে একের পর এক লাথি মারতে থাকে অভিযুক্ত ব্যক্তি। বেদম মারে গুরুতর জখম হন ওই মহিলা। আহত অবস্থায় এখন তিনি মাথাভাঙা হাসপাতালে ভর্তি। ঘটনায় অভিযোগ উঠেছে হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলির ভাই এরশাদ আলির বিরুদ্ধে। ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জমি নিয়ে বিবাদে প্রকাশ্যে মহিলাকে বেদম মার কোচবিহারে#coochbihar #ViralVideos #NewsUpdate #truthofbengal pic.twitter.com/vF04libljo
— TOB DIGITAL (@DigitalTob) July 12, 2024
গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা ঘটছে। প্রতিটি ক্ষেত্রে কড়া পদক্ষেপ করছে পুলিশ। নবান্ন থেকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে বারবার আইন হাতে না তুলে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। তাও আটকানো যাচ্ছে না এমন ঘটনা। কোচবিহারে মহিলাকে মারধরের ঘটনা সামনে আসায় ব্যাপক আলোড়ন পড়েছে। যা নিয়ে রাজনৈতিক কাজিয়া শুরু হয়েছে। যদিও বিষয়টি জমি নিয়ে স্থানীয় স্তরের বিবাদ বলে জানা যাচ্ছে। আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।