রাজ্যের খবর

বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে ভোটে অশান্তি বাধানো হবে, কেন এমন বললেন দিলীপ ঘোষ?

Why did Dilip Ghosh say that the election will be disrupted by bringing criminals from Bangladesh?

Truth Of Bengal: বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে এসে এপার বাংলার উপনির্বাচনের ভোটে বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা হতে পারে। উপনির্বাচনের ভোট প্রচারে কোচবিহারে এসে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিন তিনি দাবি করেছেন, সিতাই সব সময় খবরের শিরোনামে থাকে। সে অনুপ্রবেশ হোক কিংবা ভোটের রাজনীতি হোক। তবে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে ভোটে অশান্তি পাকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

বুধবার সিতাই এলাকার বিজেপি প্রার্থী দীপক কুমার রায়ের সমর্থনে সিতাই বিধানসভায় পদযাত্রা ও সভা করেন দিলীপ ঘোষ। এদিন কোচবিহারের সাগরদিঘী পাড়ে মর্নিং ওয়াক-এ আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এক সঙ্গে আড্ডা দেন ও চা খান। সেই মর্নিং ওয়ার্কে এসে দিলীপ বলেন, এর আগে একাধিকবার ভোট পর্ব চলাকালীন রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। আর কদিন পর রাজ্যের কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে তার মধ্যে সিতাইও রয়েছে। সে কথা তুলে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ থেকে গুন্ডা এনে এই উপনির্বাচনে অশান্তি হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন।

এছাড়াও এদিন তিনি জন বার্লা প্রসঙ্গে বলেন, যে কেউ দেখা করতে পারেন অন্য কারো সাথে। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছে। এখন তিনি ঠিক করবেন কোথায় যাবেন, কি করবেন।

Related Articles