জহর সরকারের পরিবর্তে কে? আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভার উপনির্বাচন
Who will replace Jahar Sarkar? Rajya Sabha by-elections on December 20

Truth Of Bengal: আগামী ২০ ডিসেম্বর দেশের ছয়টি রাজ্যসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একটি আসন। কয়েক মাস আগে তৃণমূল সাংসদ জহর সরকার রাজ্যসভার সাংসদ পথ থেকে ইস্তফা দিয়েছিলেন। ওই শূন্য আসনে উপনির্বাচন হতে চলেছে। এই আসনটি ধরে দেশের মোট ছয়টি আসনে উপনির্বাচন হবে। এরমধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের তিনটি আসন এবং হরিয়ানা, ওড়িশা ও পশ্চিমবঙ্গের একটি করে আসনে।
জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে ২০ ডিসেম্বর। জহর সরকার রাজ্যসভা পদে অব্যাহতি দেওয়ার পর এই রাজ্যে একটি আসনে রাজ্যসভার ভোট হবে আগামী ২০ ডিসেম্বর। আগামী ৩ ডিসেম্বর নোটিফিকেশন প্রকাশিত হবে। জানিয়ে দিল নির্বাচন কমিশন। সেপ্টেম্বর ২০২৪ তৃণমূল কংগ্রেসের জহর সরকার রাজ্যসভা পদে ইস্তফা দিয়েছিলেন। আগামী দোসরা এপ্রিল ২০২৬ পর্যন্ত জহর সরকারের সাংসদ পদের মেয়াদ ছিল।
নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর এখন চর্চায় তৃণমূলের রাজ্যসভার প্রার্থী কে হতে চলেছেন? বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। সোমবার তৃণমূলের কর্ম সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় কালীঘাটের দলীয় কার্যালয়ে। দলের শৃংখলার উপর বিশেষ নজর দেওয়া হয় ওই বৈঠকে।