রাজ্যের খবর

ওভারটেক করতে গিয়ে বিপত্তি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শতাধিক সন্ন্যাসী

While overtaking the accident, hundreds of monks narrowly escaped with their lives

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ওভারটেক করতে গিয়ে বিপদের মুখে পড়লো সন্ন্যাসী বোঝাই বাস! ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু টোলগেটের কাছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা যায়, পূর্বস্থলীর জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে পুজো দিয়ে প্রায় শতাধিক সন্ন্যাসী সহ বাসটি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই টোলগেটের কাছে ১ টি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে গর্তের মধ্যে পড়ে কাত হয়ে যায় বাসটি। তবে চালকের তৎপরতায় প্রায় উল্টে যাওয়ার হাত থেকে কোনক্রমে রক্ষা পায় যাত্রী বোঝাই বাসটি। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয়রা। এলাকাবাসীরা এসে জামালপুর ফেরত সমস্ত সন্ন্যাসীদের এক এক করে বাস থেকে নামিয়ে নিয়ে আসা হয়।

পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় দের একাংশের দাবী অল্পের জন্যই পাণে বাঁচলো সন্ন্যাসীরা।

Related Articles