“জলের সমস্যা মিটলো কোথায়” ? বাঁকুড়ার বিজেপি প্রার্থী প্রশ্ন গ্রামবাসীর
"Where is the water problem solved"? Bankura BJP candidate questions from villagers

The Truth Of Bengal : “জলের সমস্যা মিটিল কই আপনি পাঁচ বছরে একবার এসেছেন” গ্রামবাসীদের এহেন প্রশ্নের মুখে পড়তে হলো বিজেপি প্রার্থীকে। পুরুলিয়া জেলার বাঁকুড়া লোকসভার অন্তর্গত সাঁতুড়ি ব্লকে নির্বাচনী প্রচারে এসে সাধারণ মানুষের অভিযোগের প্রশ্নের মুখে পড়লেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ সুভাষ সরকার।
জানা যায়, পুরুলিয়া জেলার বাঁকুড়া লোকসভার অন্তর্গত সাঁতুড়ি ব্লকের বেশ কয়েকটি জায়গায় মানুষের প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রাক্তন সাংসদকে। পানীয় জলের সমস্যা থেকে শুরু করে আদ্রা ডিভিশনের ট্রেন চলাচলের অসুবিধা সংক্রান্ত নানান সমস্যার কথা শনিবার তুলে ধরেন এলাকাবাসীরা। আর সম্প্রতি এই কথোপকথনের একটি ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে সাধারণ মানুষ বলছেন, ” পানীয় জলের সমস্যায় এখনো মিটলো কই আপনি পাঁচ বছরে একবারও আসেননি সাধারণ মানুষের খোঁজ নিতে”।
এদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল সিপিআইএম কংগ্রেসের মুখে শোনা গিয়েছে, “গত পাঁচ বছর বাঁকুড়া লোকসভার প্রাক্তন সংসদ কে পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের পাশে দেখা যায়নি। যেহেতু সামনে নির্বাচন তাই ভোট চাইতে এসেছেন এখন।”