রাজ্যের খবর

পিএম কেয়ারের,কোভিডের ইনজেকশনের টাকা কোথায়? কত প্রতিরক্ষা চুক্তি হয়েছে? প্রশ্ন তুলে মোদিকে নিশানা মমতার

Where is the money for PM care, covid injection? How many defense contracts have there been

The Truth of Bengal: কোথায় গেল পিএম কেয়ারের টাকা ? কোথায় গেল কোভিডের ইনজেকশনের টাকা ? কত টাকায় প্রতিরক্ষা চুক্তি হয়েছে ? এই এক গুচ্ছ প্রশ্ন তুলে ধরে নরেন্দ্র মোদিকে চড়া সুরে লাভপুরের সভা থেকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সবথেকে দুর্নীতিপরায়ণ,চুরি করে,তাঁরাই আবার তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলছে।ভিড়েঠাসা প্রচার সভা থেকে সোচ্চার হন তৃণমূল সুপ্রিমো।

তাঁর মতে, তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলার আগে আয়নায় মুখ দেখুন মোদিবাবু। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অবস্থান পরিস্কার করে বলেন,জানান,দেশের স্বার্থে এতদিন কিছু না বললেও এখন বিজেপির মতো নির্লজ্জ দলের মুখোশ খুলে দিতে এইসব কথা বলতে হচ্ছে বলেও মুখর হন তিনি।টাকা আর গায়ের জোরে বাংলার বিরুদ্ধে যা ইচ্ছে বললেও একসময় মানুষের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে সাফ জানান তৃণমূল সুপ্রিমো।

ভয় পেয়ে ভয় দেখানোর বিজেপির এই রাজনীতি দেশের মানুষ এবার বিদায় জানাবে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর মতে,এরকম প্রধানমন্ত্রী আগে দেখা যায়নি।গান্ধীজি,নেতাজীর মতো নেতারাই দেশনেতা।জুলুম করে ক্ষমতা ধরে রাখতে চাইলে কখনই দেশের নেতা হওয়া যাবে না বলেও বিজেপিকে চড়া সুরে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো।বাজপেয়ীর রাজধর্ম পালনের কথা আরও একবার মোদিকে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles