রাজ্যের খবর

‘প্রতিবাদ হোক প্রতিবাদের মতো, গুলি চলুক, দুর্ভোগ হোক আমরা চাইনা’, বনধ নিয়ে প্রতিক্রিয়া নির্যাতিতার পরিবারের

'We don't want protest to be like protest, shooting, suffering', victim's family reacts to bandh

Truth Of Bengal: মঙ্গলবার ও বুধবারের ঘটনা পরম্পরায় মুখ খুলল নির্যাতিতা তরুণীর পরিবার। মৃত চিকিৎসকের বাবা বললেন, “আমরা বনধের পক্ষেও নই বিপক্ষেও নই। তবে মানুষের দুর্ভোগ হোক আমরা চাই না। মানুষের ক্ষতি হোক আমরা চাই না। সিবিআই আমাদের কাছে এসে বলছিল, আমাদের পাশে আছে। দ্রুত তদন্তের স্বার্থে সবাই সিবিআইয়ের উপর চাপ বাড়ান। নির্যাতিতার মা বলেন, “প্রতিবাদ হোক প্রতিবাদের মতো, মানুষের দুর্ভোগ হোক আমরা চাই না। গুলি চলুক আমরা চাই না।” পাশাপাশি তাঁরা বলেন, তাঁরা আন্দোলনের সঙ্গেই আছেন। মঙ্গলবার যে আন্দোলন হয়েছে, সেখানে কিছু যদি ঘটে যেত তাহলে তাঁদেরই খারাপ লাগত।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে বনধ ডেকেছিল বিজেপি। বিজেপির ডাকা এই বনধ কার্যত ব্যর্থ হয়েছে। জোর জবরদস্তি এই ধর্মঘট সফল করতে নানা জায়গায় হিংসার আশ্রয় নিয়েছে বনধ সমর্থকারীরা। কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। বনধ সফল করতে রাস্তায় নামতে দেখা গেছে রাজ্য বিজেপির প্রথম সারির নেতা নেত্রীদের। গায়ের জোর খাটিয়ে এই বনধ সচল রাখতে গিয়ে এবং বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৬৪ জন বনধ সমর্থনকারী। এদের মধ্যে রয়েছেন রুপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জী, শমীক ভট্টাচার্যদের মতো বিজেপি নেতা নেত্রীও।

Related Articles