রাজ্যের খবর
উড়ে যেতে পারে ভেসেল! রেমালের হুঙ্কারে ভরসা লোহার মোটা চেন
Vessel can fly! A thick iron chain, relying on Remal's shout

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, নদীর জল ফুলছে। রেমাল থেকে বাঁচতে ফেরী পরিষেবা বন্ধ রাখা হয়েছে আগেই। এবার ভেসেল গুলোকে চেন দরি দিয়ে বেঁধে রাখা হল।
হুগলির গুপ্তিপাড়া থেকে উত্তরপাড়া গঙ্গায় যতগুলো ফেরিঘাট আছে ফেরি ঘাটে পরিবহন দপ্তরের নির্দেশে লঞ্চ পরিষেবা বন্ধ রাখা হয়েছে গতকাল থেকে। আজ উত্তরপাড়া কোন্নগর ফেরিঘাট গুলোতে দেখা গেল জেটির সঙ্গে ভেসেলগুলোকে চেন দড়ি দিয়ে বেঁধে রাখতে। ফেরি ঘাটের কর্মীরা জানাচ্ছেন,জোয়ারে গঙ্গার জল অনেকটাই ফুলেছে। সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। রেমাল ল্যান্ড ফল করবে রাতে।ঝড়ের বেগ থাকবে ভালোই। সে সময় যাতে ভেসেল জলে ভেসে না যায় সেই কারনে চেন মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে জেটির সঙ্গে। জেটি বাঁচাতে সব ভেসেলকে জেটিতে বাঁধা যাবে না তাই বিকল্প জায়গায় বেঁধে রাখতে হচ্ছে।