গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল দু বছরের শিশু কন্যার
Two-year-old girl dies after being run over by car

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: শনিবার বাড়ির সামনে খেলা করছিল দুই শিশু। সেই মুহূর্তেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এদিন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দু বছরের শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে, নদিয়ার গাজনা গ্রাম পঞ্চায়েতের গাড়াপোতা এলাকায়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
জানা গিয়েছে, গাড়ির চালকের ভুলের কারণেই এই মর্মান্তিক পরিস্থিতি ঘটেছে বলে দাবি পরিবারের। এই ঘটনার পর ওই শিশু কন্যার মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্যে। পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়ির সামনে খেলা করছিল ওই দুই বছরের শিশু কন্যা ও ছয় বছরের আরও এক শিশু। আচমকা একটি গাড়ি পেছন দিক দিয়ে এসে ধাক্কা মারে। যার জেরে অন্য ছিটকে পড়ে যায় দু বছরের শিশু কন্যাটি। এরপর এই ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।
সেখান নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দু বছরের ওই শিশু কন্যাটিকে। এরপর শনিবার শিশুটির মৃতদেহকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আর সেখানেই কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। অন্যদিকে এই ঘটনায় ঘাতক গাড়ি সহ চালক পলাতক। ইতিমধ্যে পুলিশ চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।