এশিয়ান হাইওয়েতে দুই লরির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই চালক
Two lorries collide head-on on Asian Highway, two drivers injured

Truth Of Bengal: বীরপাড়ার গ্যারগাণ্ড সেতু সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। শনিবার সকালে দুটি কণ্টেনার লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই লরির চালক। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর দুটি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার তীব্রতায় এক চালকের গুরুতর আঘাত লাগে এবং তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর চালকও আঘাত পান, তবে তার আঘাত তুলনামূলকভাবে কম।
এই ঘটনার জেরে কিছুক্ষণ এশিয়ান হাইওয়ে ৪৮-এ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে বীরপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাগ্রস্ত লরিগুলি আটক করে এবং রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী কারণে এই সংঘর্ষ তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বীরপাড়া থানার পুলিশ। এলাকাবাসীর দাবি, এই সড়কে ভারী যানবাহনের নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আনা হোক, যাতে ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা এড়ানো যায়।