আগ্নেয়াস্ত্র উদ্ধার কাণ্ডে আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার দুই
Two, including a third-year student of Ashutosh College, have been arrested in the firearm recovery case

The Truth Of Bengal, জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী, সোনারপুর :- এবার আগ্নেয়াস্ত্রের ঘটনা গড়িয়ার বুকে। গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ঘটনায় জড়িত পড়ুয়া। আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার দুই। দুইজনের মধ্যে একজনের নাম বিজয় হালদার, আরেকজন হল হিরন্ময় নস্কর। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি ওয়ান সাটার বন্দুক, ২টি ৭ এম এম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, বারুদ ৫ কেজি। পুলিশ ২৫টি বান্ডিল সুতলি উদ্ধার করেছে হিরন্ময়ের বাড়ি থেকে।
বিজয় হালদার দাগী আসামী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বে খুনের একটি মামলা আছে। এর আগেও তাকে গ্রেফতার করেছিল পুলিশ । গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশের একটি বিশেষ টিম কাজে নেমে পড়ে। জাল বিছানো হয় বিজয় হালদার এবং হিরণময় নস্করকে ধরার জন্য। দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার পর তল্লাশি চালিয়ে এই অস্ত্র ও বারুদ উদ্ধার করেছে। কোথা থেকে এই অস্ত্র এসেছে তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সাথেও যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাচনের আগে কি জন্য এত অস্ত্র মজুত করা হয়েছিল, কোথা থেকে এত অস্ত্র এলো, কি কাজে ব্যবহারের জন্য এই অস্ত্র আনা হয়েছিল, বোমা তৈরির জন্য এত পরিমান বারুদ এবং সুতলি কেনই বা মজুত করা হয়েছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন বারুইপুর পুলিশ জেলার DSP ক্রাইম ফয়সেল বিন আহমেন।