তীব্র তাপপ্রবাহে স্বস্তির বৃষ্টির আশায় ধুমধামে দুই ব্যাঙের বিয়ে! কোথায় ঘটলো এমন ঘটনা বিস্তারিত জানুন

The Truth Of Bengal, নদিয়া, মাধব দেবনাথঃ সূর্য দেবকে আমন্ত্রন করা থেকে শুরু করে গায়ে হলুদ, তারপর ছাদনা তলায় সোজা বিয়ের পিঁড়িতে বসলেন জামাই! তবে এই জামাই যে সে জামাই নয়। তাছাড়াও বিয়েবাড়িতে রয়েছে বড়সড় চমক কারন, এ যে ব্যাঙের বিয়ে। তাই সারা এলাকা জুড়ে বাজে বিয়ের সানাই। সঙ্গে বিয়ে বাড়িতে ছিল জমিয়ে ভোজ সারবার বাহানাও। শতাধিক মানুষের নেমন্তন্ন ছিল এদিন, খেলেন বিয়ের ভোজও।
নদীয়ার শান্তিপুর থানার মোড় সংলগ্ন পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু কলোনি এলাকায় গতকাল রাতে ধুমধাম এর সাথে করানো হলো ব্যাঙের বিয়ে। বাঙালিদের বিয়ের আদলো সাতপাক ঘুরিয়ে বিয়ের সমস্ত মন্ত্র উচ্চারণ করে বিয়ে দেওয়া হলো দুটি ব্যাঙের, কারন জানবেন। কারণ একটাই, একটু স্বস্তির বৃষ্টির আশায়। কারন কথায় আছে, ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাই তারা এই কাজটা করলেন এলাকার মানুষ।
দীর্ঘদিন ধরে একটানা চলছে তীব্র তাপপ্রবাহ, তারপর কাঠ ফাটার রোদ্দুর। ব্রহ্মাণ্ডে জল তলা নিতে, শুকিয়ে যাচ্ছে নদী নালা। এই পরিস্থিতিতে ৫০ বছরের রেকর্ড ছাপিয়েছে এই ২০২৪ সালে। গোটা নদীয়া জেলায় আজ পর্যন্ত ৪৪ ডিগ্রি ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নাজেহাল করে ছাড়ছে মানুষকে। সকালে ঘুম থেকে উঠে টপ টপ করে পড়ছে গায়ের ঘাম, আর গা জলনীতে অতিষ্ঠ প্রত্যেকটা মানুষ। এখন প্রত্যেকের মুখে মুখে একটাই কথা কবে নামবে বৃষ্টি, আর তাতেই হয়তো এই তীব্র তাপপ্রভয়ের থেকে স্বস্তি মিলবে। যদিও গতকাল রাতে ওই এলাকায় ব্যাঙের বিয়ে দেখতে শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ ভিড় করে। কারণ আর পাঁচটা বাঙালির মত সম্পূর্ণ বিয়ের আয়োজন করা হয়েছিল, আর তাতেই মুগ্ধ করেছিল মানুষকে।