সাঁতরাগাছিতে পরপর দুটি বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন
Two consecutive houses on fire in Santragachi, 2 fire engines at the spot

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : সাঁতরাগাছি এলাকায় ভোরবেলায় দুটি বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, হাওড়ার সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় ভোর চারটে নাগাদ একটি বাড়িতে আগুন লাগে। সেই বাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে সেখান থেকে পাশের আরেকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে ঘটনাস্থল পর্যন্ত দমকলের গাড়ি পৌঁছাতে পারেনি। পরে তারা পাম্পের সাহায্যে একটি পুকুর থেকে জল নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোনরকম হতাহত বা আহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি। তবে আগুন কি কারনে লেগেছে তা স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।