রাজ্যের খবর

পথকুকুরদের বিষ খাইয়ে নৃশংস হত্যা, চাঞ্চল্য নানুরের গোমরা গ্রামে

Trying to kill street dogs by mixing poison with food

The Truth of Bengal: সকাল হতেই সাতটি কুকুর ছানার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নানুরের গোমরা গ্রামে। প্রায় ডজনখানেক পথকুকুরদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ, ঘটনায় ৭ টি কুকুরের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় শাবক গুলির বাবা-মা। নানুর ব্লক- এর প্রানী সম্পদ বিকাশ বিভাগের তরফে চিকিৎসা চলছে। বিষক্রিয়ার জেরি এই ঘটনা বলে অনুমান গ্রামবাসীদের। চিকিৎসকদের পাশাপাশি গ্রামবাসীরাও অবলা জীব গুলিকে বাঁচিয়ে তুলতে সহযোগিতা করে।

নিরীহ প্রাণী হত্যা নিয়ে দেশে আইন থাকলেও সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, হামেশাই পথ কুকুর হত্যার ঘটনা সামনে আসে। কোথাও বিষ দিয়ে আবার কোথাও পিটিয়ে প্রভু ভক্তদের হত্যার ঘটনা ঘটে। প্রসঙ্গত, ২০১৯ সালে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ টি কুকুরছানাকে পিটিয়ে মারার সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়৷ যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্যে৷ পশুপ্রেমীদের আন্দোলনেরে জেরে তদন্ত নামতে হয়েছিল লালবাজারকে। তবে বীরভূম জেলায় কখনো বোলপুর তো কখনো সিউড়ি আবার কখনো নানুরে এই ধরনের ঘটনায় ক্ষুব্ধ পশু প্রেমিরা।

Related Articles