রাজ্যের খবর
নির্বাচনী প্রচারে অসমে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
Trinamool supremo Mamata Banerjee is going to Assam for election campaign

The Truth of Bengal: নির্বাচনী প্রচারে অসমে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ এপ্রিল তিনি অসমে যাবেন। ১৭ ও ১৮ এপ্রিল পরপর দু’দিন তিনি জনসভা করবেন। এই মুহূর্তে উত্তরবঙ্গে আছে মমতা। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে টানা প্রচার কর্মসূচি আছে তাঁর। গত রবিবার ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে গিয়েছিলেন তিনি। রাতভর সেখানে উদ্ধারে তদারকি করেন। তারপর থেকে তিনি উত্তরবঙ্গে রয়ে গিয়েছেন। বুধবার চালসায় তিনি জানান, আগামী ১৭ এপ্রিল দলের নির্বাচনী প্রচারে তিনি পড়শি রাজ্য অসমে যাবেন। ১৭ ও ১৮ এপ্রিল পরপর দুটি জনসভা করবেন। এবারের লোকসভা নির্বাচনে বাংলার বাইরে পাশের অসমে বিশেষ নজর দিয়েছে তৃণমূল। সেখানে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।
(বিস্তারিত আসছে)