জ্যোতি প্রিয় মল্লিকের গ্রেফতারের প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল
Trinamool protest march

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক জুড়ে গ্রেফতারের প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস। একদিকে বাসন্তী হাইওয়ে অন্যদিকে হিঙ্গলগঞ্জ ও লেবুখালী রোডে প্রতীকী অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি ঘোজাডাঙ্গা সীমান্ত রোডে ইছামতি ব্রিজ থেকে বসিরহাট টাউন হল পর্যন্ত মিছিল করে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা ও রাজ্য তৃণমূল নেতৃত্ব।
মিছিলে প্রতিবাদ আন্দোলন ধিক্কার দেখায়। তাদের দাবি অন্যায় ভাবে জ্যোতিপ্রিয় মল্লিক কে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হিসেব বহির্ভূত আয় দেখিয়ে গ্রেফতার করেছে ইডি। পাশাপাশি তারা প্রশ্ন তুলেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার ছেলে জয় শাহ এক বছরে তার সম্পত্তি ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। তাকে কেন গ্রেপ্তার করা হবে না?শুধু বেছে বেছে তৃণমূলের মন্ত্রী নেতা কর্মী সমর্থকদের বাড়িতে সিবিআই, ইডি হানা দিচ্ছে এবং গ্রেফতার করছে।
বিরোধীদলের কোন নেতা মন্ত্রীদের ইডি,সিবিআই ডাকছে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে, কেন তাকে সিবিআই ডাকছে না। আগামী দিনে আমরা আরও বৃহত্তম আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি করবে বলেই হুশিয়ারি দিয়েছেন।
Free Access