রাজ্যের খবর

কাজের খতিয়ান পেশ আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার

Trinamool MP from Asansol Shatrughan Sinha presented the work

The Truth of Bengal: ২০১৪ ও ২০১৯ সালে পরপর দুবার আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। দ্বিতীয়বার মেয়াদ শেষ হওয়ার আগে সাংসদ হিসেবে পদত্যাগ করেন তিনি। উপনির্বাচন হলে এই কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। উপনির্বাচনে জয়লাভ করার পর সাংসদ হিসেবে এলাকার জন্য উন্নয়ন খাতে কোন বিভাগে কত খরচ করেছেন তাঁর পরিসংখ্যান পেশ। পুস্তক আকারে তুলে ধরলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। নিজের কাজের খতিয়ান তুলে ধরা এই সাংসদের অভিযোগ, সংসদে তাঁকে বলতে দেওয়া হয়নি।

পুস্তকে তুলে ধরা পরিসংখ্যান অনুযায়ী, মোট ১৩ কোটি ২২ লক্ষ ৮৪ হাজার টাকা খরচ করা হয়েছে এলাকার উন্নয়নের জন্য। যার মধ্যে সড়ক নির্মাণ বাবদ ১ কোটি ৬৫ লক্ষ ১৪ হাজার টাকা, গ্রিন এনার্জি বাবদ ৭৭ লক্ষ টাকা, কমিউনিটি হল নির্মাণ বাবদ ২ কোটি ৫৯ লক্ষ ৫৯ হাজার টাকা, ড্রেন ও কালভার্ট বাবদ এক কোটি ১৭ লক্ষ ৪ হাজার টাকা, স্বাস্থ্য পানীয় জল ও নিকাশির জন্য এক কোটি ১৬ লক্ষ ৫৬ হাজার টাকা, হাইমাস্ট লাইট বাবদ ১ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার টাকা এবং শিক্ষাখাতে ২ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার টাকা খরচ করা হয়েছে।

নিজের সংসদীয় এলাকার কাজের খতিয়ান তুলে ধরা সংসদকে সংসদে একদিনের জন্য কোন বক্তব্য রাখতে দেখা যায়নি। যা নিয়ে বিরোধীরা তাঁকে আক্রমণ করেন বারবার। এই প্রসঙ্গে  শত্রুঘ্ন সিনহা জানান, তিনি বারবার আবেদন করা সত্ত্বেও তাঁকে বলতে দেওয়া হয়নি সংসদে। এদিনের সাংবাদিক সম্মেলনে শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান পশ্চিমের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরে রামসিং, পুরনিগমের মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি ভি শিবদাসান দাসু এবং ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। লোকসভা ভোট আসন্ন। এবারও আসনটি ধরে রাখার জন্য এখন থেকেই আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।

Related Articles