রাজ্যের খবর

টাকা দিলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ, বাংলার হাত শক্ত করতে তৃনমূলই ভরসা,বললেন অভিষেক

Trinamool hopes to strengthen the hand of Bengal, said Abhishek

The Truth of Bengal: বাংলাকে অপমান করেছে বিজেপি। এবার বিজেপিকে বিসর্জন দিন।মালদার সভা থেকে চড়া সুরে দিল্লি নেতাদের আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চ্যালেঞ্জ ছোঁড়েন  গায়ের জোরে যে রাজ্যের ১কোটি ৬৪লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন তা যদি ১মাসের মধ্যে  দেন,তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।মোদি-শাহরা যে রাজ্যকে টাকা দিয়েছেন বলে দাবি করছেন,তা সত্যি হলে শ্বেতপত্র প্রকাশ করুক।

মঙ্গলবার মেমারির সভায় অমিত শাহ প্রশ্ন ছুঁড়ে দেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করতে চান।সেই প্রশ্নের জবাব দিলেন খোদ অভিষেক নিজে।মালদা উত্তরের দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানালেন কোনও পদের লোভ তাঁর নেই।

প্রচারের সুর চড়াতে বাংলায় বারবার আসছেন,দিল্লির বাঘা বাঘা নেতারা।মোদি-শাহ-রাজনাথ থেকে যোগী আদিত্যনাথ।সবাই তারা বাংলার বিরুদ্ধে নানা কথা বলছেন।দাবি করছেন,লক্ষ লক্ষ টাকা দিয়েছেন। অভিষেক স্পষ্ট করেন,আসল সত্যটা তুলে ধরতে চাইলে তারা শ্বেতপত্র প্রকাশ করুক। তিনি ৩টি শর্ত দেন।বলেন ,যদি কেন্দ্র একমাসের মধ্যে ১কোটি ৬৪লক্ষ টাকা দেয়,তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।  বাংলা বিরোধী তোপ দেগে চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক।

২০১৯ সালের ভোটে মালদহ উত্তরে তৃণমূলের প্রার্থী ছিলেন মৌসম বেনজির নুর। কংগ্রেস তিন লক্ষ ভোট কেটেছিল। আর মৌসম বেনজির নুর, বিজেপির খগেন মুর্মুর কাছে ৮০ হাজার ভোটে পরাস্ত হয়েছিলেন। এ বার কংগ্রেসের প্ররোচনায় আর পা দেবেন না বলে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার হাত শক্ত করছে কংগ্রেস-সিপিএমের বন্ধু অধীর চৌধুরীকে ভোট না দেওয়ার কথাও বলেন তিনি।

Related Articles