রাজ্যের খবর

চার দিন ধরে অবিরাম রক্ত ঝরছে গাছ থেকে! কী ঘটনা?

ঘটনাস্থলে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের মানুষও

সুমন মন্ডল, ঘাটাল: অবিশ্বাস্য! চার দিন ধরে অবিরাম রক্ত ঝরছে গাছ থেকে! ঘটনাটি একেবারেই বাস্তব। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায় ঘটছে এমনই এক রহস্যময় ঘটনা। গ্রামবাসীদের দাবি, নতুন গ্রামে মমতা মিদ্যা নামে এক গৃহবধূ বহু বছর ধরে নিজের বাড়ির সামনে থাকা কাঁঠাল গাছের তলায় কালীপুজো করে আসছেন। প্রায় চার বছর বন্ধ থাকার পর, এ বছর আবারও কালীপুজোর দিন মাটির প্রতিমার জায়গায় সেই গাছতলায়  ঘটে পুজো হয়।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, ফসল বাঁচানোর চিন্তায় কৃষকরা

আর তার ঠিক পরের দিন থেকেই শুরু হয়েছে অদ্ভুত ঘটনা। গাছের গায়ে হঠাৎই দেখা যায় রক্তের মতো লাল তরল পদার্থ, যা চার দিন ধরে অবিরাম ঝরছে পড়ছে মাটিতে। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও কৌতূহল। কেউ বলছেন, দেবীর অলৌকিক উপস্থিতির ইঙ্গিত এটি, আবার কেউ বলছেন, এটি কোনও অশুভ লক্ষণ। অনেকে আবার গাছের নিচে ধূপ-ধুনো জ্বালিয়ে প্রণাম করতে শুরু করেছেন।

 

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

ঘটনাস্থলে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের মানুষও। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিয়ো করছেন, আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছেন রক্তাক্ত সেই গাছের দিকে—যেন কোনও অলৌকিক রহস্যের সাক্ষী।
তবে প্রশাসন ও বনদফতর সূত্রে জানা গেছে, বিষয়টি বৈজ্ঞানিকভাবে খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের অভ্যন্তরে থাকা কোনও ছত্রাক বা রাসায়নিক বিক্রিয়ার ফলেই এমন ঘটনা ঘটতে পারে।